সিরাজদিখানে যুবউন্নয়নের কর্মশালা সমাপ্ত: সনদ বিতরণ

যুবউন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমপ্রতি বাংলাদেশের বেকার যুবক/যুবমহিলাদের জন্য বাংলাদেশের ৩৬টি জেলার ৩৬টি উপজেলায় ১৫ দিনব্যাপী এক কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করে।

রবিবার সনদ বিতরণের মধ্যদিয়ে শেষ হলো ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের পনের দিন ব্যাপী যুব ও যুবমহিলাদের ভ্রাম্যমান প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা। এ উপলক্ষে সিরাজদিখান উপজেলা মিলনায়তন হলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রশিক্ষক মোঃ মামুনুর রশিদ, প্রশিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ, ক্রেডিট সুপার রুহুল আমীন, সিরাজদিখান জার্ন্যালিস্ট এসোশিয়েসনের সভাপতি সুব্রত দাস রনক ও মোঃ সাহজাহান প্রমুখ। ২৪ †m‡Þ¤^i শুরু হওয়া ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণে উপজেলার ১৪টি ইউনিয়নের ২৪জনের মধ্যে ১২জন যুবক ও ১২ জন যুবমহিলা অংশ নেন। ১৫ দিন প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সেলিনা ইসলাম: মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply