সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া প্রান্তের ১নং ফেরিঘাট চালু করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার শুরু করা হয়। পদ্মার প্রচণ্ড স্রোতে ফাটল দেখা দিলে মেরামত করতে বুধবার দুপুর ২টার দিকে মাওয়া প্রান্তের ১নং ঘাট বন্ধ করে দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, পদ্মায় স্রোতের কারণে ১নং ঘাট এলাকায় ফাটল দেখা দেওয়ায় বুধবার দুপুর ২টা থেকে মেরামত কাজের জন্য বন্ধ করা হয়েছিল।
তিনি আরও জানান, বিআইডব্লিউটিএর লোকজন মেরামত কাজ শেষে ঘাট চলাচলের জন্য প্রস্তুত করার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ১নং ঘাট দিয়ে ফেরি চলাচল চালু করা হয়েছে। বর্তমানে ১ ও ৩ নং ঘাট দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে।
এছাড়া ভাঙ্গনের কবলে মঙ্গলবার সকালে ফেরিঘাটসহ সড়ক ও জনপথের ৩০ ফুট পাকা রাস্তা ও বিআইডব্লিউটিএ’র ২০ ফুট সংযোগ সড়ক নদী গর্ভে চলে যাওয়ায় মাওয়া ফেরিঘাটের ২নং ঘাট বন্ধ করার পর তা এখনো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এদিকে মঙ্গলবার থেকে ২নং ঘাট ও বুধবার ১নং ঘাট সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার কারণে যানবাহন পারাপার বিঘ্নিত হওয়ায় মাওয়া প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ১নং ঘাট চালু হওয়ায় আটকে থাকা যানবাহনের ভিড়ে কমতে শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply