রামপালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৯৯তম শাখা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৯৯তম শাখা হিসেবে ‘রামপাল শাখার কার্যক্রম গতকাল বুধবার মুন্সিগঞ্জ জেলার সিপাহীপাড়া বাজারে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ এ জেড এম শামসুল আলম এবং রামপাল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মিসেস মর্জিনা বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবেদ আহমেদ খাঁন, ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। অনুষ্ঠানে বিপুল গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দের সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ ইউসুফ শরীফ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমাদের সময়

Leave a Reply