শ্রীনগরে ভিক্ষুক স্বামী-স্ত্রীকে জবাই করে খুন

মো: আরিফ হোসেন: শ্রীনগরে নিজ ঘরে ভিক্ষুক স্বামী-স্ত্রীকে জবাই করে খুন করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কামারগাও এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) ঈমাম হোসেন জানান, কামার গাও এলাকার ভিক্ষুক কিমাজউদ্দিন (৮০) ও তার স্ত্রী কদবানু ওরফে মরার মা (৭০) কে নিজ ঘরে জবাই করে খুন করা হয়। দুর্বৃত্তরা রাতের কোন এক সময় সিধ কেটে ঘরে ঢোকে তাদের খুন করে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, তারা দুজনই ভিক্ষা করে দিন যাপন করত ।

==============

শ্রীনগরে বৃদ্ধ দম্পতির গলাকাটা লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাও গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে কিনাজউদ্দিন (৭৫) ও কদবানু (৬০) নামে বৃদ্ধ ভিক্ষুক দম্পতির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার গভীররাতে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাও গ্রামে ওই দম্পতির বসতঘরের মাটি (পিড়া) কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাদের হত্যা করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, হত্যার কারণ জানতে ও জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

এদিকে, খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply