মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে দূধর্ষ ডাকাতির ঘটনায় ১ ডাকাতকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নেপাল সরকার (৩০) নামের ডাকাত সদস্যকে মোবাইল কল লিষ্টের মাধ্যামে গ্রেফতার করা হয়। উক্ত ডাকাত সদস্য হাসাইল বাজারে ডাকাতি হওয়া গবিন্দ স্বর্ন শিল্পালয়ের স্বত্তাধিকারী গবিন্দ্র সরকার এর ছোট ভাই । এ ঘটনায় স্থাণীয় জন প্রতিনিধিসহ আরো কিছু এলাকাবাসীর সম্পৃক্ত থাকার কথা একাধিক সূত্রে জানাগেছে। টঙ্গীবাড়ী থানা এস আই মোজাম্মেল জানান, গ্রেফতারকৃত আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে । উলে¬খ্য, গত ১৪ই সেপ্টেম্বর হাসাইল বাজারের ৫ টি জুয়েলারিসহ ৭টি দোকানে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছিলো ।সে সময় ডাকাতরা ৪৭ ভরি স্বর্ন, ২শ’ ভরি রুপা ও নগদ ৭ লক্ষ ৪৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply