সিরাজদিখানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত ৩

মা ও শিশুটিকে উদ্ধার
সিরাজদিখান উপজেলার রামানন্দ গ্রামে বুধবার রাত ১০ টায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে ৩ জন গুরুতর আহত, মা ও শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। আহত সিএনজি চালক লাভলু হাওলাদার (৩০) ও তাজু ওরফে কালুকে (২৫) সিরাজদিখান থানার উপ-পরিদর্শক হান্নান উদ্ধার করে রাত পৌনে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্ল‌েক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের স্বজনরা খবর পেয়ে এসে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অন্যজন রুবেলকে (২০) স্থানীয় এক ব্যাক্তি সিএনজি করে রাত ১১ টায় সিরাজদিখান আরাফাত হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সকালে রুবেলের ভগ্নিপতি চাঁনমিয়া ও নুর আলম হাসপাতালের খরচের টাকা দিয়ে তাকে নিয়ে চলে যায়। চালক লাভলু পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমির হোসেনের ছেলে, সে ঢাকার শ্যামপুরে থাকে কেরানী গঞ্জের সিএনজি চালায়। তাজু ওরফে কালুর ঠিকানা জানাযায় নাই। রুবেল সিরাজদিখান থানার ইছাপুরার লাল বাড়ূীর ইউসুফ হাওলাদারের ছেলে।


উদ্ধারকৃত মহিলা আসমা বেগম (২৩) জানান, কোলের সন্তানটি তার ছেলে রিয়াদ (১) তাছারা রিয়ামনি নামে ৫ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তার বাড়ি বাগের হাট জেলার মোড়লগঞ্জ থানার খোনতাকাঠি গ্রামে। সে ঢাকার ৪৬/১ মানিক নগরে স্বামীর সাথে থাকেন। তার স্বামী মোঃ মিলন একজন রিক্সা চালক। স্বামী ঠিকমত দেখাশুনা না করার কারনে তিনি মাঝে মাঝে ভিক্ষা করেন।

বুধবার রাত ৭ টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় মিথ্যা বলে ভিক্ষা করতে ছিলেন যে তিনি বাগের হাট যাবেন ঢাকায় এসে বিপদে পরেছেন। এক ব্যাক্তি ৫ শত টাকা দিয়ে সিএনজি চালককে বলেন তাকে কাউন্টারে পৌছে দিতে। সিএনজি চালক তাকে বাস কাউন্টারে না নিয়ে সিরাজদিখান নিয়ে আসে এবং তার পরিচিত একজনকে রাস্তা থেকে উঠিয়ে নেয়। রাত সারে ৯ টায় সিরাজদিখানে বাচ্চা ও সে চিৎকার করলে লোকজন ধাওয়া করে আটক করে।


প্রত্যক্ষদর্শীরা জনান, শিয়ালদি গ্রাম থেকে একটি বাচ্চা নিয়ে সিএনজি করে পালাচ্ছে বলে টেলিফোনে রাজদিয়ার লোকদের জানায়। ওখানে সিএনজিটি থামাতে না পেরে সিরাজদিখান জানায় সেখানথেকে ঘুড়িয়ে বালুর চরের রাস্তায় গাড়ি–টি ঢুকিলে ওখানে ফোন দেয়। এরপর রাস্তা‌য় বাঁশ ফেলে আটকের চেষ্টা করে, কোথাও না থামিয়ে রামানন্দ গ্রামের কবরস্থান মোড়ে সিএনজিটি উল্টে যায়। তখন স্থানীয় শত শত লোকজন সিএনজিতে থাকা লোকদের ছেলেধরা মনে করে মারধর করে। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। স্থানীয় অনেকে বলেন, মহিলা ও শিশুটিকে পাচারের উদ্দেশে নিয়ে আসতে পারে। ভাল ভাবে জিজ্ঞাসা করলে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।

সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ শেখ মাহবুবুর রহমান জানান, গুজবের কারণে এমন ঘটনা ঘটেছে। সময় মত পুলিশ না পৌছালে একটু ভুলের জন্য লোক গুলো মারাই যেত। সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এস আই ফজলুল হক বলেল, ভিকটিম মহিলা বাদী হয়ে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে মামলা করবে। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক হান্নান জানান, মনে হচ্ছে মহিলাটি পেটের দায়ে যৌন কাজে তাদের সাথে এসেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয় নাই।

উল্লে‌খ্য গতকয়েক দিনে সিরাজদিখানের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন গুলোয় শুধু অভিভাবকদের আলোচনা ছেলে ধরা নিয়ে। আবার অনেকে বলেন, শুনেছি পদ্মা সেতুতে ৪ শত শিশুর মাথা লাগবে। এমন গুজবে আতংকে আছেন সিরাজদিখানের মায়েরা। উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষকরা বলে দিয়েছেন যার যার সন্তান নিজ দায়িত্বে স্কুলে দিয়ে যাবেন এবং নিয়ে যাবেন।

সেলিনা ইসলাম : বাংলাপোষ্ট২৪

Leave a Reply