শ্রীনগরে ভয়াবহ লোডশেডিং

আরিফ হোসেন: শ্রীনগরে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। শুস্ক মৌসুম শুরু হওয়ার আগেই লোডশেডিংয়ে অতিষ্ঠ সবাই। শ্রীনগরে এখন বিদ্যুতের পিকঅওয়ার অফপিক আওয়ার বলতে কিছু নেই। দিনেরাতে একই রকম লোডশেডিং করা হচ্ছে। বিদ্যুত একবার চলে গেলে কখন যে আসবে তা কেউ বলতে পারছেনা। পল্লি বিদ্যুত অফিসের লোকজনও জানেনা কখন লোডশেডিং হবে। চব্বিশ ঘন্টায় সর্বসাকুল্যে বিদ্যুত থাকে মাত্র ছয় ঘন্টা। শ্রীনগর পল্লি বিদ্যুত অফিস জানায়, অনেকসময় সাব ষ্টেশন থেকে কোন ফিডারে চার ঘন্টা লোডশেডিং এর পর সংযোগ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে হাসনাবাদ থেকে লোডশেডিং করা হয়।


এক্ষেত্রে ঐ ফিডারের গ্রাহকের কাছে আমাদের বলার কিছু থাকে না। কয়েকদিন আগে ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল ও ঢাকা দোহার সড়ক অবরোধ করে রাখে। বালাশুর বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী দিপু শেখ জানান, রমজানের সময় থেকে আমারা চব্বিশ ঘন্টায় মাত্র তিন ঘন্টা বিদ্যুত পাচ্ছি। কামারগাও গ্রামের নাসির জানান, শ্রীনগর সদরে বিদ্যুত কম লোডশেডিং করে কিন্তু বাকী ফিডার গুলোতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত থাকে না। পল্লি বিদ্যুত শ্রীনগরের ডিজিএম ইসমাত কামাল জানান, শ্রীনগরে বিদ্যুত বিতরণে কোন বৈষম্য হচ্ছে না। শ্রীনগর সাব ষ্টেশনের চাহিদা পিক আওয়ারে ২৮ মেগাওয়াট। অথচ বিদ্যুত লাইনের সর্বোচ্চ ধারন ক্ষমতা ২০ মেগাওয়াট। তাছাড়া পিকআওয়ারে হাসনাবাদ গ্রীড থেকে আমরা পাচ্ছি ১১ মেগাওয়াট। সংগত কারনেই আমাদের লোডশেডিং করতে হয়।

Leave a Reply