টঙ্গিবাড়িতে ছাদ থেকে পড়ে শিল্পপতির মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে নির্মাণাধীন কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে আসলাম শেখ (৫৩) নামে এক শিল্পপতি নিহত হয়েছেন। উপজেলার আউটশাহী গ্রামে শনিবার রাত ১০টার দিকে শেখ আব্দুল কাদির কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। ছাদে সেন্টারিংয়ের কাজ পরিদর্শনে গেলে আকস্মিক শিল্পপতি আসলাম শেখ পা ফঁসকে নিচে পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত শিল্পপতি আসলাম শেখ নিজেই কোল্ড স্টোরেজটির মালিক। রোববার সকালে টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।

সেখানে কর্মরত কাঠমিস্ত্রী আব্দুল আলী জানান, কিভাবে তিনি পা ফসকে ছাদ থেকে পড়েছেন- তা কেউই দেখেননি।

নির্মাণাধীন কোল্ড স্টোরেজের সাইড ম্যানেজার কোরবান আলী জানান, ঘটনার সময় সেখানে বিদ্যুৎ ছিল না। চার্জারের আলোতে ছাদের সেন্টারিং কাজ করা হচ্ছিল। অন্ধকারের মধ্যে আকস্মিক কোল্ড স্টোরেজের মালিক আসলাম শেখ পা ফঁসকে নিচে পড়ে যান। উপর থেকে কিছু একটা নিচে পড়ার বিকট শব্দ পেয়ে কর্মরত নির্মাণ শ্রমিকরা ছুটে যান।

নিহতের পরিবার জানায়, তিনি রাজধানীর মিরপুরে নিশি প্লাজা, রুপালী মার্কেট ও নিউ জাবিন নামে একটি ডাইং কারখানার মালিক।

টঙ্গিবাড়ি থানা পুলিশ জানায়, মৃত্যুর কারণ ছাদ থেকে পা ফসকে পড়া নাকি অন্য কোন কারণ থাকতে পারে- তা খতিয়ে দেখছে পুলিশ। সকালে নিহতের লাশ দাফন ও ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষ করেছে পুলিশ। তবে শিল্পপতির মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তার পরিবারের লোকজন।

জাস্ট নিউজ

===================

নির্মাণাধিন কোল্ডষ্টোরেজের ছাদ থেকে পড়ে শিল্পপতির রহস্যজনক মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নির্মাণাধিন কোল্ডষ্টোরেজের ছাদ থেকে পড়ে ভবন মালিক বিশিষ্ট শিল্পপতি শেখ আসলাম এর রহস্যজনক মৃত্যু হয়েছে। তড়িগড়ি করে রোববার সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছেন। জানা গেছে উপজেলার আউটশাহী নিজ গ্রামে আসলাম শেখ এর মালিকানাধিন শেখ আব্দুল কাদির কোল্ডষ্টোরেজের নির্মাণ কাজ চলছে। গত শনিবার রাত ১০ টায় ওই ভবনের ছাদের সেন্টারিংয়ের কাজ তদারকি করার জন্য আসলাম শেখ ওপরে উঠেন। সেন্টারিংয়ের কাঠ ফসকে গিয়ে নিচে পড়ে সাথে সাথেই তার মৃত্যু হয় বলে জানান নির্মাণ শ্রমিকরা।


কিন্তু কাঠ মিস্ত্রি আব্দুল আলি জানায় কীভাবে ছাদ থেকে নিচে পড়েছে তারা জানেন না। নির্ভরসূত্রে জানা যায় আসলাম শেখ এর মালিকনাধিন ঢাকার মিরপুরে নিশিপ্ল­াজা, রূপালী মাকে©র্টর দোকান বরাদ্ধ ও নিউজাবিন ডাইং এন্ড প্রসেসিং নিয়ে কতিপয় ব্যক্তিদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ ছাড়া গত ইউপি নির্বাচনে বর্তমান আউটশাহীর চেয়ারম্যান শেকান্দর বেপারিকে সমর্থন দেয়ায় আওয়ামীলীগের স্থানীয় এক প্রভাবশালী নেতার সাথে তার চরম বিরোধ বাধে। নিহতের সাইড ম্যানেজার কোরবান জানান ঘটনার সময় বিদ্যুৎ ছিল না, চার্জার দিয়ে কাজ চলছিল। এলাকাবাসি জানিয়েছে আসলাম শেখ এর মৃত্যু নিয়ে এরাকায় ধ্রুমজাল সৃষ্টি হচ্ছে। এ নিছক দুর্ঘটনা না খুন এটা রহস্যাবৃত।

টিএনবি

Comments are closed.