যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপশক্তির বিরুদ্ধে সমাবেশ

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে শনিবার দুপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আয়োজক কমিটির সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- প্রবীন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আকম তারা মিয়া, টিআইবির সহযোগী সংগঠন সনাকের জেলা আহবায়ক খালেদা খানম, নারায়নগঞ্জ জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, অ্যাডভোকেট নাসিমা আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির মোল্লা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন মোহাম্মদ আমানউল্লাহ প্রমুখ।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply