মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার হাট বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নান্নু হালদার (৫৪) ও আহম্মেদ বাচ্চুকে (৪৩) টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ শতাংশ জমির মালিকানা নিয়ে আহম্মেদ বাচ্চু ওরফে বাচ্চু হাওলাদার ও সাত্তার বেপারীর মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে আহম্মেদ বাচ্চুর লোকজন প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সাত্তারের লোকজন বাধা দেয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ দাখিল হয়নি। দাখিল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply