একটি প্রতারনা মামলায় ১০ বছরের সাঁজাপ্রাপ্ত প্রাক্তন এক সেনা সদস্যকে রোববার বিকেলে রাজধানী থেকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। ২০০৭ সালে মুন্সীগঞ্জ আদালতে একটি প্রতারনার মামলায় তার ১০ বছরের সাঁজা দেওয়া হয়। প্রাক্তন সেনা সদস্য মনির হোসেন সদর উপজেলার শিলই গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত পলাতক ছিলেন। আদালত সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে পুলিশের কাছে কপি পাঠায়।
এতে সদর থানার এসআই সিদ্ধার্থের নেতৃত্বে একটি টিম রোববার বিকেল ৩ টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply