৩ উপজেলা ১০ ঘন্টা বিদ্যুতহীন

একটি গাছের ডাল ভেঙ্গে রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত টানা ১০ ঘন্টা বিদ্যুতহীন থাকে মুন্সীগঞ্জের ৩ টি উপজেলার ৫ শতাধিক গ্রাম। এতে জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদীখান উপজেলার ৫ শতাধিক গ্রাম রোববার ভোর ৬ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুতবিহীন থাকে। শ্রীনগর উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম ইসমত কামাল জানান, শ্রীনগর উপজেলার চারিগাঁও গ্রামে ৩৩ কেভি সঞ্চালন লাইনে সড়কের পাশের বড় আকারের একটি গাছের ডাল ভেঙ্গে পড়লে ভোর ৬ টা থেকে বিদ্যুত সরবরাহ সম্পুর্ণ বন্ধ হয়ে পড়ে।


জেলার সিরাজদীখান উপজেলার কাকালদী পাওয়ার ষ্টেশনের সুপার ভাইজার মো: মফিজ জানান, বিকেল ৪ টা পর্যন্ত গ্রামগুলোতে বিদ্যুত ছিন না। শ্রীনগরের চারিপাড়া এলাকায় সড়কের পাশের গাছের একটি ডাল ৩৩ কেভি সঞ্চালন লাইনের বৈদ্যুতিক তারের উপর পড়লে বিদ্যুত সরবরাহে এ বিপর্যয় দেখা দেয়। বিকেল ৪ টার দিকে সঞ্চালন লাইনে মেরামত কাজ শেষ করে এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ থেকে বিদ্যুত ধার করে এনে মুন্সীগঞ্জের ওই গ্রামগুলোতে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply