৭ ঘণ্টা পর মাওয়ায় পারাপার শুরু

পদ্মার ভাঙনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়ার তিন নম্বর ফেরি ঘাট দিয়ে পারাপার শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ৩ নম্বর ঘাটের পাশের জমিতে হঠাৎ করে ১২০ ফুট এলাকাজুড়ে গর্ত দেখা দিলে মাওয়া-কাওড়াকান্দি ফেরি পারাপার বন্ধ হয়ে যায়।

জরুরি মেরামত শেষে বিকাল ৪টায় ওই ঘাট দিয়ে আবার যানবাহন পারাপার শুরু হয় বলে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান।

নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে মাওয়ায় যানবাহন পারাপার হুমকির মুখে পড়ায় সোমবার নতুন তিনটি ঘাট চালুর নির্দেশ দেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আগামী সাত দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নদী ভাঙনের কারণে গত ৯ অক্টোবর মাওয়ায় দুই নম্বর ফেরি ঘাট বন্ধ হয়ে যায়। এর পাঁচদিনের মাথায় রোববার সন্ধ্যায় আকস্মিকভাবে এক নম্বর ফেরিঘাটও পদ্মায় বিলীন হয়ে যায়। চালুর অপেক্ষায় থাকা চার নম্বর ফেরি ঘাটেও ফাটল ধরে।

এই পরিস্থিতিতে কেবল ৩ নম্বর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার চালু রাখার চেষ্টা চালায় বিআইডব্লিউটিসি। যানবাহনের চালকদের পাটুরিয়া হয়ে পদ্মা পারাপারের অনুরোধ জানানো হয় রোববার রাতেই।

সোমবার একটিমাত্র ফেরিঘাট চালু থাকায় যানবাহন পারাপার হয় সীমিত আকারে। দুই পারে যানজটে আটকা পড়ে প্রায় চারশ যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply