মাওয়ায় অচলাবস্থা কাটেনি

মোজাম্মেল হোসেন সজল: মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের অচলাবস্থা কাটেনি। বিপন্ন হয়ে পড়েছে এ নৌরুট। গতকাল একমাত্র সচল ৩ নম্বর ফেরিঘাটটিও বন্ধ হয়ে পড়ে। বন্ধ থাকার সাড়ে ৬ ঘণ্টা পর বিকাল সাড়ে ৩টার দিকে ফেরিটি ফের সচল করা হয়। এর আগে ৩ নম্বর রো রো ফেরিঘাটটির সংযোগ সড়কের মাটি সরে যায়।

এ ঘাটটি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিক বিআইডব্লিউটিএ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এরপর সকাল ৯টা থেকে এর মেরামত কাজ শুরু হয়। মেরামত কাজ শেষে বিকাল সাড়ে ৩টার দিকে যানবাহন চলাচলের জন্য ঘাটটি খুলে দেয়া হয়। এ অবস্থায় মাওয়া ও কাওড়াকান্দির দু’পাড়ে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ কয়েকশ’ যানবাহন আটকে রয়েছে। এতে করে দু’পাড়ে বিশাল এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। যাত্রীরা মাওয়ায় নবনির্মিত পার্কিং ইয়ার্ড দিয়ে লঞ্চ ও সিবোট (স্পিডবোট) দিয়ে পারাপার হচ্ছেন। এদিকে মাওয়া বন্দর ঘাট স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাওয়া বন্দর পরিহার করে বিকল্প পথ হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া বন্দর ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার। বিআইডব্লিউটিএর উপসচিব (প্রশাসন) এ কে এম আরিফউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।


এদিকে ঈদ ও দুর্গাপূজাকে সামনে রেখে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য জরুরি ভিত্তিতে গতকাল সকাল থেকে ২টি নতুন ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএ সূত্র মতে, ভারি যানবাহন উঠানামার জন্য ঋষীবাড়ি পুরাতন লঞ্চঘাট ও হালকা যানবাহন উঠানামার জন্য মাওয়া নতুন লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে নতুন ফেরি ২ টির নির্মাণ কাজ শুরু হয়েছে। এদিকে, রোববার বাতে মাওয়া ১ নম্বর ফেরিঘাটটি প্রায় ১০০ ফুট এলাকা নিয়ে আকস্মিক নদীবক্ষে হারিয়ে যায় ও লৌহজংয়ের মেদেনীমণ্ডল এলাকার বায়রন (৪০), আবুল কাশেম (৬০), জালু সিকদার (৫০), আবুল কালাম (৫৫) ও হুমায়ুন (৫০)-এই ৫ জন নিখোঁজ হয়ে পড়ে। এদের সন্ধান গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া যায়নি।

গত ৪ঠা অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে চাখের পলকে বিলীন হয়ে যায় মাওয়া পার্কিং ইয়ার্ডের প্রায় ১২০ ফুট এলাকাসহ ২টি দোকানঘর। স্রোতের তোড়ে ভেসে যায় জেলা পরিষদের লঞ্চ ঘাটের পন্টুন ও মাটির নিচে চাপা পড়ে ২টি সিবোট। ভাঙনের কবলে সেখানকার অন্তত ২৩টি দোকান ঘর অন্যত্র সরিয়ে নেয়া হয়। এ অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নৌমন্ত্রী শাজাহান খান সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে মাওয়া ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন। মন্ত্রী দুপুর পৌনে ২টা পর্যন্ত সেখানে অবস্থান করে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ৩টি ফেরিঘাট স্থাপন করার কথা জানান।

বিআইডবিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া প্রান্তে অচলাবস্থা দেখা দেয়ায় যানবাহন পারাপারে মারাত্মক ব্যাহত হচ্ছে। মাওয়া পাড়ে যানজটে আটকা পড়েছে শত শত যানবাহন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানান, ফেরি চালু হওয়ার পর আগে যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন পারাপার করা হচ্ছে। মাওয়া অংশে এখনও ২০০ থেকে আড়াইশ’ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।

মানবজমিন

Leave a Reply