মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বুধবার ৫টি ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে নগদ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা হায়দার এর নেতৃত্বে সেনেটারী ইন্সপেকটর আনোয়ার হোসেন ও এক দল পুলিশ মোবাইল র্কোট পরিচালনা করে উক্ত টাকা আদায় করেন। এর মধ্যে বিক্রমপুর টঙ্গীবাড়ী ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারে ৩ হাজার টাকা, আল মিনা ডায়গনষ্টিক সেন্টারে ৫ হাজার, সাফিয়া ডায়গনষ্টিক সেন্টার ৫ হাজার, নিপুন ডায়গনষ্টিক সেন্টারে ৫ হাজার, নিউ লাইফ ডায়গনষ্টিক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা হায়দার জানান এক্স-রে ও বিভিন্ন অভিজ্ঞ টেকনোলজিষ্ঠ দ্বারা পরিক্ষা করার কথা থাকলেও অদক্ষ লোকবল দিয়ে পরিক্ষা নিরিক্ষা করে সাধারন মানুষের সাথে এ সমস্ত ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারগুলো প্রতারনা করে আসছে। এছাড়া প্রত্যাকটি ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় উক্ত জরিমানা করা হয় ।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply