বয়াতি পরিবারের আবেদন

গত কয়েক মাস ধরে পুরোপুরি চিকিৎসাবিহীন রয়েছেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতি। অর্থাভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা। সে কারণে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বয়াতি বর্তমানে অনেকটাই নিথর অবস্থায় পড়ে রয়েছেন তার মাতুয়াইলস্থ ভাড়া বাড়িতে। সেখানে অর্ধাহারে কাটছে তার ও পরিবারের জীবন। এমনকি এক বছরের বাড়ি ভাড়াও বাকি পড়েছে বলে জানিয়েছে তার পরিবার। বর্তমানে বয়াতি চলাফেরা একদমই করতে পারছেন না। কোন রকমে ইশারা দিয়ে কথা বলছেন। চোখেও তেমন একটা দেখতে পারছেন না। মাঝে মধ্যেই ছটফট করছেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে সর্বশেষ যে চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছিল, অর্থাভাবের কারণে সে অনুযায়ী ওষুধও দেয়া যাচ্ছে না তাকে। তার মধ্যে অনেকটা বেকার দিনই পার করছেন বয়াতির সর্বক্ষণের ছায়াসঙ্গী তার মেঝ পুত্র মোহাম্মদ আলম। টুকটাক হারমনিয়াম ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে কোনরকমে কিছু টাকা উপার্জন করছেন তিনি। এই অর্থ দিয়ে তিন বেলা খাবারও জোগাড় হচ্ছে না।


এদিকে বয়াতির পুত্র মোহাম্মদ আলম তার পরিবারের পক্ষ থেকে সমপ্রতি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন বাবার চিকিৎসার ব্যবস্থা করা এবং নিজের একটি কর্মসংস্থানের জন্য। এ বিষয়ে বয়াতিপুত্র মোহাম্মদ আলম বলেন, আসলে চোখে মুখে এখন আমরা কিছুই দেখছি না। খারাপ আর কোন কিছুর জন্য লাগে না। শুধু লাগে অসুস্থ বাবাকে নিথর অবস্থায় অনাহারে পড়ে থাকতে দেখে। ছেলে হিসেবে কিছুই তার জন্য করতে পারছি না আমি। কারণ আমি বাদ্যযন্ত্র বাজিয়ে যে উপার্জন করি তাতে বাবার চিকিৎসা করাও সম্ভব হচ্ছে না। এই সময়ে আমার একটি কর্মসংস্থান খুবই জরুরি। না হয় অসুস্থ বাবাকে নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।

মানবজমিন

Leave a Reply