মাওয়ায় নিখোঁজদের মধ্যে দু’জনের লাশ উদ্ধার

পদ্মায় ভাঙন
পদ্মা নদীর প্রচণ্ড স্রোতে মাওয়া ১ নম্বর ঘাট বিলীন হওয়ার সময় নিখোঁজ ৪ জনের মধ্যে জালাল সিকদার ওরফে জালু (৪০) ও শাহজাহন (৩৫) নামে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের ৩ দিনের চেষ্টায় বুধবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর মুন্সীগঞ্জ সীমানা ও শরীয়তপুরের সুরেস্বর থেকে লাশ ২টি উদ্ধার করা হয়।

মৃত জালু সিকদার জেলার মেদিনীমণ্ডল গ্রামের মৃত মফিজ সিকদারের ছেলে ও শাহজাহানের বাড়ি লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামে।

এদিকে, নিখোঁজ হওয়ার ৩ দিন পার হলেও বুধবার দুপুর পর্যন্ত অপর ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।


স্থানীয় ও পুলিশের ধারণা, প্রচণ্ড স্রোতের তোড়ে পদ্মার তলদেশে তলিয়ে যাওয়ায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছেনা।

মাওয়া নৌ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন বাংলানিউজকে জানান, নিখোঁজ জালাল সিকদারের লাশ মুন্সীগঞ্জ সীমানায় ভেসে উঠলে স্বজন ও স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

অপরদিকে, পদ্মা নদীর শরীয়তপুর জেলার সুরেস্বর সীমানা থেকে শাহজাহান নামে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মার প্রচণ্ড স্রোতে মাওয়া ১ নং ফেরিঘাট নদী গর্ভে বিলীন হয়ে যায়। সে সময় নদীতে ছিটকে পড়ে ৪ ব্যক্তি নিখোঁজ হন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply