বিএডিসির কর্মকর্তাদের উদাসীনতা ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মুন্সীগঞ্জে চলতি রবি মৌসুমে আলু বীজের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে এবারও এলাকায় আলু চাষ কমে যেতে পারে। দেশের সিংহ ভাগ আলু উৎপাদিত হয় এই মুন্সীগঞ্জে। আলুকে মুন্সীগঞ্জের স্বর্ণপি- হিসেবেও পরিচিতি লাভ করেছে দীর্ঘদিন থেকে। গত কয়েক বছরে এ অঞ্চলের আলু আবাদে দরিদ্র কৃষকরা লোকসান গুনছে, এছাড়া বাজারে কিছু অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে আলুবীজ কিনে প্রতারিত হয়েছে এ কারণে চলতি রবি মৌসুমে আলু আবাদকে নিয়ে হতাশায় ভুগছে এ অঞ্চলের কৃষকরা।
বিএডিসি বিদেশ থেকে উন্নত জাতের আলুবীজ এনে বিজ্ঞান সম্মতভাবে চাষ করে বীজ উৎপাদন করে ডিলারের মাধ্যমে চাষিদের মধ্যে বিক্রির ব্যবস্থা করে থাকে। প্রথম দিকে এ সংস্থা আলুবীজ উন্নতমানের প্রমাণিত হওয়ায় বিএডিসির আলুবীজের প্রতি চাষিদের আস্থা বেড়ে যায়। কিন্তু বিগত কয়েক বছর ধরে একশ্রেণীর কর্মকর্তার অবহেলার কারণে এ সংস্থার আলুবীজের মান দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে এমনকি বিগত দিনে চাষিদের ক্ষতিপূরণও দিতে হয়েছে। এছাড়াও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এক শ্রেণীর অসাধু আলুবীজ ব্যবসায়ী বিএডিসির সিল, মনোগ্রাম ও লেবেল আটার বস্তায় নিম্নমানের আলুবীজ ভরে বাজারজাত করায় চাষিরা প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএডিসি বীজ আলুর চড়া দাম, হিমাগারের অত্যধিক ভাড়া বৃদ্ধি ও উপরন্তু হিমাগার কর্তৃপক্ষের অবহেলার কারণে সংরক্ষিত আলু ও বীজ আলু পচে নষ্ট হয়ে যাওয়াসহ আলুর দাম অত্যধিক কমে যাওয়ায় গত বছর ও এর আগে কয়েকবার বিশেষ করে গত ২০০৮ ও ২০০৯ অর্থবছরে মুন্সীগঞ্জে বিভিন্ন হিমাগারগুলোতে ৬০০ টনের অধিক আলু ও বীজ আলু পচে-গলে নষ্ট হয়ে যায়। ফলে অনেক চাষি ও আলু সংরক্ষক সর্বস্বান্ত হয়ে যায়।
বিগত ২০০৯-২০১০-২০১১ অর্থবছরে মুন্সীগঞ্জের আলুচাষিরা লোকসান গুনছে।
এ বছর মার্চ, এপ্রিলে আলুর বাজার একটু ভালো থাকলেও গত আগস্ট মাস থেকে আবার বাজার নিম্নমুখী। মুন্সীগঞ্জের বিভিন্ন হিমাগারগুলোতে প্রতি ৮০ কেজি বস্তা ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। ফলে জমির ইজারা মূল্য, জমি তৈরি, বীজ, সার, রোপণ, আলু সংগ্রহ এবং হিমাগার ভাড়া এবং পরিবহন খরচসহ তাদের খরচ উঠছে না। গত মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে আলুর দাম ছিল ৮০ কেজির প্রতি বস্তা ১৭০০ থেকে ১৮০০ টাকা। তখন চাষিরা আশায় বুক বেঁধে ছিল যে এবার তারা কিছুটা হলেও লাভের মুখ দেখবে।
গত ২০১০-২০১১ অর্থবছরে বিএডিসির কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তের কারণে বীজ আলুর ৩২০ টাকা মণ দরে বিক্রি করতে হয়। ফলে এতে সংস্থার কয়েক হাজার কোটি টাকা লোকসান হয় এবং যা দেশের জনসাধারণের টাকা। এবারও গত অর্থবছরের মতো অবস্থা হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। যেহেতু বিএডিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাই কৃষকের স্বার্থ বিবেচনায় রেখে এ বছর বিএডিসির বীজ আলুর দাম নির্ধারণ করা উচিত বলে অভিজ্ঞ মহলের দাবি। এ বিষয়ে সদর উপজেলার হতদরিদ্র কৃষক ওয়াজল শিকদার সংবাদকে বলেন ‘গত দুই বছর ভাড়াকৃত জমিতে আবাদ করে লোকসান গুনে মাথায় হাত পড়েছে। একমাত্র পালিত ২টি গরু বিক্রি করে দিয়ে দেনা শোধ করতে পারিনি, এবং সুদে-আসলে দ্বিগুণ হয়ে আছে। তাই আগামী রবি মৌসুমে আশু আবাদের বিষয়টি মাথায় রেখে দুশ্চিন্তায় পড়েছি’। একই কথা বলেছেন টঙ্গীবাড়ি উপজেলা আউটশাহী ইউনিয়নের মুজিবুর শিকদার।
এ ব্যাপারে বিএডিসির ডিলার সমিতির সভাপতি, ডা. মোবারক আলী দেওয়ান ও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. চান মিয়া বলেন, এ বছর বীজের মূল্য কেজিপ্রতি ২০-২২ টাকা ধরে বিক্রি করা হলে বিএডিসির বীজের প্রতি কৃষকের আগ্রহ বাড়বে। তারা বলেন, মুন্সীগঞ্জ বাজারে গত কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে নিম্নমানের বীজের বস্তায় বিএডিসির সিল মেরে বিক্রি করে সেই বীজ নিয়ে কৃষক প্রতারিত হওয়ায় কৃষক বিএডিসির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এবার চলতি মৌসুমে নকল বীজের বিষয়ে একটি প্রশাসনিক মনিটরিং সেল গঠন করার দাবি জানান। এবং বিএডিসির এই সমস্যাগুলোর বিষয়ে কৃষিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ ও নজরদারি কামনা করছেন।
এ বিষয়ে বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক এএসএম খায়রুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বীজ আলুর দাম এ বছর প্রতি কেজি ২৫ ও ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এর দাম ছিল ২৩ ও ২৫ টাকা কেজি প্রতি।
তিনি এক প্রশ্নের উত্তরে বলেন বর্তমান নির্ধারিত মূল্য থেকে কমানোর কোন সম্ভাবনা নেই। তিনি আরও বলেন আলু বীজ নকল ও ভেজাল রোধে মনিটরিং সেলের দায়িত্ব হচ্ছে স্থানীয় কৃষি বিভাগের। তার পরও আমরা বিশেষ ব্যবস্থায় নজর দিব।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজিজুল আলম সংবাদকে বলেন, গত ৯ অক্টোবর জেলা সার-বীজ মনিটরিং সভায় বিএডিসির বীজআলুর মূল্য কমানোর বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ করা হয়েছে।
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ-সংবাদ
Leave a Reply