বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগর শিক্ষক সমিতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও লেখক আব্দুল খালেককে সম্মাননা প্রদান করা হয়। এসএডিসিএ (সোহরাব আলী দেওয়ান কালচারাল সোসাইটি) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব লায়ন এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক ও জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃ শাহ নূর আলম, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, উপজেলা শিক্ষক সমিতিরি সভাপতি জিএমএ আঃ লতিফ, মোঃ মোশারফ হোসেন, লেখক সীমান্ত রায়, মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম, স.ম. কামাল, মাহাবুব আলম জয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মজিব রহমান। কবিতা আবৃতি করেন মোঃ শহীদুল্লাহ ও মিজানুর রহমান সুমন। সংগঠনটির প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী মাহাবুবুর রহমান বাবুর সার্বিক পৃষ্ঠপোষকতায় সংগঠনের যাবতীয় কার্যাবলী পরিচালিত হয়।
জনকন্ঠ
Leave a Reply