মুন্সীগঞ্জে শারদীয় দুর্গোৎসব

আদিত্য সম্রাট: গতকাল ষষ্ঠী পূজায় চণ্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর মুন্সীগঞ্জ ছোট বড় ২৪৫ টি পূজামন্ডপ অনুষ্ঠিত হচ্ছে।

আজ মহাসপ্তমীতে বিভিন্ন নদ-নদীর জল, তীর্থের মাটি দিয়ে দুর্গাদেবীর মহাস্নান হবে। পরে নবপত্রিকা ও বিভিন্ন দ্রব্যাদির মাধ্যমে মায়ের পূজা করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, পূজায় প্রতিটি মণ্ডপে প্রতিদিন পূজা অর্চনা, চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ আরতি হবে। পাশাপাশি মণ্ডপগুলোতে বিভিন্ন ডেকোরেশন, চোখধাঁধানো আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছে পূজা আয়োজক কমিটি।

মুন্সীগঞ্জের বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা যায় প্রতিটি মন্ডপেই কঠোর নিরাপওার ব্যবস্থা করা হয়েছে । যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দিয়ে প্রশাসন তাদের সকল ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে ।

গতকাল শনিবার শুরু হওয়া পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠান আগামী বুধবার বিজয়া মিছিল ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

Leave a Reply