মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সমিতির পরিচালকদের বিরুদ্ধে রয়েছে অবৈধভাবে লোকাল ফিডারের লাইন বাড়ানো, তার চুরি, বদলি বাণিজ্য ও বিভিন্ন কাজে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ। এছাড়া মুন্সীগঞ্জ পল্লীবিদুৎ সমিতির সচিবসহ একাধিক সদস্যেকে নিয়ম-বহির্ভূতভাবে পরিচালক পদে নিয়োগেরও অভিযোগ উঠেছে। এসব অভিযোগ সমিতির একজন পরিচালকের। মো. তারেক নামে মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ৭ নম্বর (শ্রীনগর উপজেলার একাংশ) এলাকা পরিচালক এর তদন্ত ও প্রতিকার চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন সমপ্রতি।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিচালক মো. তারেক পদত্যাগ পত্রও জমা দিয়েছেন। প্রায় ৬ মাস পার হলেও তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি বলে তিনি জানান। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পল্লীবিদুৎ সমিতির পরিচালক প্রশান্ত কুমার মণ্ডল দুলাল বলেন, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার অভিযোগ ব্যবস্থাপনা কমিটি খতিয়ে দেখবে। তবে-নিয়ম-অনিয়ম মেনেই কাজ করতে হয় বলে তিনি জানান। মন্ত্রণালয়ে দেয়া লিখিত অভিযোগে পদত্যাগী পরিচালক মো. তারেক বলেছেন, পল্লীবিদ্যুৎ সমিতির আইন অনুযায়ী কেউ রাজনৈতিক দল বা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থাকলে পরিচালক পদে নির্বাচন করতে পারেন না। অথচ সমিতির সচিব ও ৬ নম্বর (সিরাজদিখান উপজেলার একাংশ) এলাকা পরিচালক মাহবুব হোসেন মিন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি দল থেকে পদত্যাগও করেননি।

অপর দিকে কোন মহিলাকে পরিচালক পদে মনোনয়ন পেতে হলে তার বয়স ন্যূনতম ৩০ বছর হতে হয়। অথচ সভাপতি মো. জাকির হোসেন ও সচিব মাহবুব হোসেন মিন্টু মিলে তাদের পছন্দের লাকি আক্তার নামে এক মহিলাকে পরিচালক হিসাবে মনোনয়ন দেন। মনোনয়নের সময় লাকি আক্তারের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুসারে তার বয়স ছিল ২৮ বছর ৮ মাস। পরে সচিবালয়ে অভিযোগ করার পর লাকি আক্তারকে পদত্যাগে বাধ্য করা হয়। সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন শ্রীনগর জোনাল অফিসে কর্মরত থাকা অবস্থায় অবৈধভাবে মাসুরগাঁও রাজরানী কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ সংযোগ দেন। তার বিরুদ্ধে প্রায় ৬ লাখ টাকার তার চুরির অভিযোগ রয়েছে। এদিকে মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ১২ জন।


এদের প্রায় সবাই কোন না কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সমিতিতে প্রবেশের আগে তারা নামকাওয়াস্তে রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ানোর লক্ষ্যে একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সে পদত্যাগপত্র আদৌ গ্রহণ করা হয়েছে কি-না তা নিয়ে রয়েছে সন্দিহান। এ ব্যাপারে মুন্সীগঞ্জ পলীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে তদন্তাধীন রয়েছে।

মানবজমিন

Leave a Reply