আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি শেখ মো: আলমগীর দলীয় দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে রোববার রাতে তিনি জেলা যুবলীগের শীর্ষ নেতাদের বরাবরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ রিপোর্ট লেখার সময় সোমবার বিকেল সাড়ে টা ৪ টা পর্যন্ত তার পদত্যাগ গৃহিত হয়নি। পদত্যাগের কারন জানতে চাওয়া হলে শ্রীনগর যুবলীগের সভাপতি আলমগীর সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে যান।
তবে- রোববার সন্ধ্যায় জেলা কমিটির শীর্ষ নেতাদের হাতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি। সম্প্রতি শ্রীনগরের বিভিন্ন ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন নিয়ে দলীয় এক নেতার সঙ্গে বিরোধ থেকেই তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে অপর একটি সূত্র জানিয়েছে। এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,মুলত ভুল বুঝাবুঝি থেকে এমন হয়েছে। তবে আমরা তা মিটিয়ে ফেলেছি।
Leave a Reply