স্থানান্তর শেষে মাওয়ায় নতুন ঘাট চালু: যানজট কমছে

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়ায় ৩নং ঘাট স্থানান্তর শেষে সোমবার বিকেল ৩টার দিকে লঞ্চঘাট সংলগ্ন নতুন ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার কয়েক ঘণ্টা সাময়িক বন্ধ রেখে ঘাট স্থানান্তরের কাজ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এদিকে, সাময়িক বন্ধ থাকার পর ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হওয়ার পর নৌরুটের উভয়পাড়ে আটকা পড়া যানবাহনের যানজট কমতে শুরু করেছে। মাওয়া ৩নং ঘাট বিলুপ্ত করে পন্টুন স্থানান্তর কাজের জন্য লঞ্চঘাট সংলগ্ন নতুন ঘাট সাময়িক বন্ধ রাখায় যানজট দেখা দেয় বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়।

বর্তমানে মাওয়া ঋষিপাড়া ঘাট দিয়ে ফেরি চলাচল করলেও সংযোগ সড়ক অপ্রশস্ত হওয়ায় হালকা যানবাহন পারাপার হচ্ছে। ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় নৌরুটের উভয় পাড়ে যানবাহন আটকা পড়ে যানজট দেখা দেয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র মাওয়া বন্দরের সহকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার বিকেল ৩টার দিকে ঘাট স্থানান্তর কাজ শেষে মাওয়া লঞ্চঘাট সংলগ্ন নতুন ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু করা হয়েছে। এ ঘাট দিয়ে এখন ভারী যানবাহন পারাপার করা হচ্ছে।

তিনি আরও জানান, ঋষিপাড়া ফেরিঘাট দিয়ে হালকা যানবাহন (প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপ) পারাপার করা হচ্ছে।


বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বাংলানিউজকে জানান, পন্টুন বসানোর জন্য সোমবার দুপুর ১২টার দিকে লঞ্চঘাট সংলগ্ন ঘাট দিয়ে যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ থাকার পর বিকেল ৩টা থেকে আবারও পারাপার শুরু হয়েছে। এ নিয়ে বর্তমানে ২টি ঘাট দিয়ে নৌরুটে ফেরি চলাচল করছে।

এছাড়া ভাগ্যকূলমুখি কান্দিপাড়া ঘাটের সংযোগ সড়ক স্থাপনের কাজও শুরুর প্রক্রিয়া চলছে। তবে ঈদের আগে এ ঘাট চালুর সম্ভবনা খুবই কম বলে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান।

এদিকে, মাওয়া ৩নং ঘাট বিলুপ্ত করে ঘাট স্থানান্তর কাজ পরিদর্শন করতে মাওয়া ঘাটে অবস্থান করছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply