মাওয়ায় পরিত্যক্ত ৩ নম্বর রো-রো ফেরিঘাট আগের জায়গায় ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী মাওয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকা থেকে পদ্মা নদীর পাড় পর্যন্ত এ মানববন্ধন করে। পরে সেখান থেকে একটি মিছিল ফেরিঘাট তিন রাস্তার মোড় পর্যন্ত এসে সমাবেশে মিলিত হয় ।
মাওয়া ঘাট দোকানদার মালিক সমিতির সভাপতি লাল মাতবরের সভাপতিত্ব্বে সমাবেশে বক্তব্য রাখেন মো.আবুল কাশেম, আবুল কালাম আজাদ ডালু, হকার্স সমিতির সভাপতি চান মিয়া, স্থানীয় বাসিন্দা সুজল খা, আবু তাহের, লিয়ন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রোববার রাতে পরিত্যক্ত মাওয়া ৩ নম্বর রো-রো ফেরিঘাট পুনরায় আগের জায়গায় দ্রুত ফিরিয়ে না আনা হলে পরবর্তীতে আমাদের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।
জাস্ট নিউজ
Leave a Reply