মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইউপি সদস্যের ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে ৫ সন্তানের জননী এক বিধবার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় তোলপার শুরু হয়েছে। ওই মহিলা ৬ মাস ধরে পেটে সন্তান ধারন করে বিচারের আশায় এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরছে। উপজেলার সিংহেরনন্দন গ্রামের মিরাজ মেম্বারের বড় ভাই সিরাজ বেপারি (৫৬) বিয়ে করার প্রলোভন দেখিয়ে একই গ্রামের মৃত আঃ হাই হালদারের স্ত্রী লিপি বেগম (৩০) এর সাথে ৮ মাস ধরে অবৈধ দৈহিক সম্পর্ক চালিয়ে আসছিল।
গত সপ্তাহে লিপি টঙ্গীবাড়ী ইউনাইটেড ক্লিনিকে চেকআপ করতে গেলে ৬ মাসের সন্তান গর্ভে রয়েছে বলে চিকিৎসক জানায়। এ কথা জানিয়ে বিয়ের জন্য চাপ দিলে সিরাজ অসম্মতি হয়ে ঘটনা ফাঁস হলে লিপিকে মেরে ফেলার হুমকি দেয়। এ নিয়ে গত মঙ্গলবার সালিশ বৈঠক বসলে লিপি জানায় ৩ বছর আগে ক্যানসার রোগে তার স্বামীর মৃত্যু হলে সিরাজ তার পিছু নেয়। অভাবের তাঁড়নায় সন্তানদের ভরন পোষনের জন্য সে ওই লম্পটের প্রস্তাবে রাজি হয়েছিল।
অন্যদিকে সালিশ বৈঠকে অনুপস্থিত থেকে সিরাজ গ্রাম ছেড়েছে বলে এলাকাবাসী জানায়। মোবাইলে সিরাজ জানিয়েছে সে ষরযন্ত্রের শিকার। এলাকায় প্রতিকার না পেয়ে গতকাল বুধবার থানায় এসে লিপি মামলা দায়ের করেছে।
টিএনবি
uttam hoi siraz shaheb ke gono dolai dia mere fela.r oi luvi mohila tar o uttam bichar hoa uchit.husband mara jetai se ai obostha korece.tar opr blv rakha dai.amn kisu kora uchit jate kono cele or meye amn korar ar sahos na pai.