গজারিয়ায় সংঘর্ষের ঘটনায় মামলা: বিএনপি নেতা-কর্মীরা আত্মগোপনে

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার এড়াতে ২ দিন ধরে আত্মগোপনে থাকায় বাউশিয়া গ্রাম বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে। ঈদের আগের দিন একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আ’লীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা রুজু করেন। এতে উপজেলা যুবদল সভাপতিসহ ৫৯ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির নামে মামলা রুজু করা হয়।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খান বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা যুবদল সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ানকে প্রধান আসামি করে ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।


তিনি আরও জানান, মামলা রুজুর পর ২ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া একই ঘটনায় আ’লীগ নেতা মিজানুর রহমান লালন পৃথক অপর এক মামলা রুজু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরো জানা গেছে, গত ২৬ অক্টোবর একটি সালিশ বৈঠক নিয়ে গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান গ্রুপ ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম-মিজানুর রহমান লালন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের মৎস্য খামার ও অফিস ঘর ভাঙচুর করে লুটপাট চালায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply