গরুর চামড়া নিয়ে দু’গ্র“পে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র আ’লীগ-বিএনপি ও গ্রামবাসী ও সন্ত্রাসী বাহিনীর মধ্যে ঈদের আগের, ঈদের দিন ও পর দিন মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক ৩ সংঘর্ষে আ’লীগ নেতাসহ ৪৩ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ঈদের পর দিন সকাল ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার যষ্ঠীতলা গ্রামে গ্রামবাসী ও সন্ত্রাসী লালু বাহিনীর মধ্যে সংঘর্ষে আ’লীগ নেতাসহ ১৮ জন আহত হয়েছে। এতে ঈমামপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রতন খাঁর হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। তার কাছে চাঁদা দাবী করে লালু বাহিনী। এ ঘটনার জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শহীদুল্লাহ, সজল, ওয়াজকরনী, আলম, মতিন, মনু, কবীরসহ সকলকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ঈদের দিন গজারিয়া উপজেলার কা