গজারিয়ায় ৩ স্থানে সংঘর্ষ আহত ৪৩ জন

গরুর চামড়া নিয়ে দু’গ্র“পে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র আ’লীগ-বিএনপি ও গ্রামবাসী ও সন্ত্রাসী বাহিনীর মধ্যে ঈদের আগের, ঈদের দিন ও পর দিন মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক ৩ সংঘর্ষে আ’লীগ নেতাসহ ৪৩ জন আহত হয়েছে।


পুলিশ জানায়, ঈদের পর দিন সকাল ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার যষ্ঠীতলা গ্রামে গ্রামবাসী ও সন্ত্রাসী লালু বাহিনীর মধ্যে সংঘর্ষে আ’লীগ নেতাসহ ১৮ জন আহত হয়েছে। এতে ঈমামপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রতন খাঁর হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। তার কাছে চাঁদা দাবী করে লালু বাহিনী। এ ঘটনার জের ধরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে শহীদুল্লাহ, সজল, ওয়াজকরনী, আলম, মতিন, মনু, কবীরসহ সকলকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ঈদের দিন গজারিয়া উপজেলার কা

Comments are closed.