মুন্সীগঞ্জ জেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে কোন কোন উপজেলায় ১২-১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে করে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের পড়াশুনাসহ শিল্প-কারখানার উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। মুন্সীগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার উপকেন্দ্রের ৬টি ফিডারের লোডশেডিং সিডিউল ছক তৈরি করে প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ মুন্সীগঞ্জ প্রেসক্লাবে পাঠিয়েছেন। এতে সময় নির্ধারণ করে একেক সময় একেক ফিডারের দিনে এক ঘণ্টা ও রাতে এক ঘণ্টা লোডশেডিং হবে বলে জানানো হয়। গড়ে প্রতিদিন দিনে রাতে ২ ঘণ্টা করে লোডশেডিং করার ঘোষণা দিলেও শহরে দিনে রাতে প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। ভিআইপি লাইন হিসেবে পরিচিত কাটাখালী ফিডারের গ্রাহকরা অনেকটা লোডশেডিং মুক্ত থাকছেন। বাকি ৫টি ফিডারের গ্রাহকদের অধিকাংশ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
গ্রাহকরা জানান, জেলার ৬টি উপজেলার মধ্যে গজারিয়া উপজেলা কুমিল্লা পল্লী বিদ্যুতের অধীনে রয়েছে। এদের মধ্যে শ্রীনগর উপজেলায় দিনে রাতে প্রতিদিন অন্তত ১৩-১৪ ঘণ্টা, লৌহজং উপজেলায় ১২-১৪ ঘণ্টা, সিরাজদিখান উপজেলায় ১২-১৪ ঘণ্টা, মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলায় ৬-৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
গজারিয়া উপজেলা বাদে জেলায় প্রায় ২ লাখ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক প্রশান্ত কুমার মণ্ডল জানান, জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ১শ’ মেগাওয়াট। আমরা পাচ্ছি ৬০-৬৩ মেগাওয়াট। জেলায় কোল্ড স্টোরেজ রয়েছে ৫৯টি। হিমাগারগুলোতে বিদ্যুতের চাহিদা রয়েছে ২৫ মেগাওয়াট। সব দিক বিবেচনা করে লোডশেডিং করতেই হচ্ছে। মুন্সীগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন বলেন, মুন্সীগঞ্জ সদর ও টঙ্গিবাড়ি উপজেলা এলাকায় দিনে রাতে ৪ ঘণ্টা, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং-এই ৩টি উপজেলায় দিনে রাতে ৭-৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ওই ৩ উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৪০ মেগাওয়াট। আমরা হাসনাবাদ গ্রিড উপকেন্দ্র থেকে পাচ্ছি ২০ মেগাওয়াট। তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের মিরকাদিম গ্রিডের সঙ্গে ১৩ কিলোমিটার ৩৩ কেভি লাইন নির্মাণ করতে পারলে ওই ৩টি উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ লাঘব হবে। এর নির্মাণ কাজ চলছে। আগামী ৫-৬ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা করেন।
মানবজমিন
Leave a Reply