মুন্সীগঞ্জে মিষ্টির প্যাকেট থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। গজারিয়ার জামালদি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এসব উদ্ধার করা হয়। র্যাব-১১ নারায়নগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা লেফটেনেন্ট রাসেল সাংবাদিকদের জানান, জামালাদি বাসস্ট্যান্ড এলাকার অভিযান চালিয়ে একটি ওষুধের দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মিষ্টির প্যাকেটে থাকা একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এতে জিজ্ঞাসাবাদের জন্য ওষুধের দোকানদার আশরাফকে আটক করা হয়েছিল। তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে আটক আশরাফ জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। রিভলবার ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বার্তা২৪
—————–
মুন্সিগঞ্জ গজারিয়া জামালদি থেকে গুলি, পিস্তলসহ ফার্মেসীর মালিক গ্রেফতার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার জামালদি বাজারের হাজী সালেহা হক ফার্মেসী থেকে মিষ্টির প্যাকেটে রাখা ১টি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় ফার্মেসীর মালিক আশরাফকে আটক করা হয়েছে। আশরাফ জামালদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী শেখ হিরু বলেন সাদা গাড়িতে করে ৬/৭জনের একটি টিম হক ফার্মেসীতে আসছে। পরে ফার্মেসীর মালিক আশরাফের কাছে জিজ্ঞেস করে ফার্মেসীর ভিতরে অস্ত্র আছে। কোথাও চেক না করে সরাসরি মিষ্টির প্যাকেট বের করে এবং প্যাকেট খুলে পিস্তল বের করে, গুলি বের করে ব্যাগে ভরে। পরে ফার্মেসীর মালিক আশরাফকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
আশরাফ গ্রেফতারের পর জানায়, ফার্মেসীতে ১জন লোক এসে ২পাতা প্যারাসিটামল চায়, প্যারাসিটামল নিয়ে দাম দেয়। পরে মিষ্টির একটি প্যাকেট রাখার অনুরোধ করে। রোগী দেখতে যাবো বলে ফলের দোকানে যায় পরে আর ফিরে আসেনি। আধ ঘন্টার মধ্যে র্যাবের গাড়ি এসে হাজির হয়। এবং ঐ মিষ্টির প্যাকেট থেকে অস্ত্র, গুলি বের করে।
পরিবারের অনেকে ধারণা করে বলেছেন, শত্রুপক্ষ র্যাবের মাধ্যমে জাল পেতে আশরাফকে ফাঁসিয়েছে। আশরাফের বড় ভাই আখতার উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী দোকানদার জামালদির হাকিম আলীর ছেলে আফিজ উদ্দিনের সাথে আশরাফের জমি নিয়ে মামলা চলে আসছিল। ১মাস পূর্বে আশরাফ মামলায় রায় পেয়ে দোকান উঠায়। তাই এরাই ষড়যন্ত্রের জাল পেতে র্যাব দিয়ে ধরিয়েছে। আমার ভাই ষড়যন্ত্রের শিকার।
এ বিষয় সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর লে: এডজুডেন্ট রাসেল আহম্মেদ খান বলেন, ফার্মেসীর পাশ্বেই পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল, ২রাউন্ডগুলি উদ্ধার করা হয়েছে। ফার্মেসীর মালিক আশরাফকে সন্দেহজনক জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
টিএনবি
Leave a Reply