স্বপ্ন নিয়ে জেগে থাকে জঙ্গলের গাছপালা
সূর্য তাকে ভালোবাসা দেয়
হাওয়া তাকে ডোবায় সংশয়ে
বৃষ্টি তাকে করে তোলে গীতমনস্ক, গম্ভীর;
যদি বয়স্ক দেখায় এই ভয়ে জঙ্গলের গাছ
শাদা চুল ফেলে দেয় ফাল্গুনী বাতাসে!
গাছপালার গভীর ঘুমে ভালো স্বপ্নে
চিকন কালো ডালে ঝোলে প্যাঁচার লণ্ঠন,
রাত জাগা পাখির মন ভেঙে দিতে
চরাচর জাদুর রঙে লিপ্ত করে দিতে
বিশ্বাসের সুগম পথে কুহেলির কাঁটা বুনে দিতে
বেড়ালমুখো চাঁদ ওঠে
জৈনসার খালের ওপারে, শালবনে!
জঙ্গলের গাছপালা পরিস্ফুট করে তোলে
নতুন পথের রেখা, অনন্ত ভ্রমণে।
সমকাল
Leave a Reply