ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র টঙ্গীবাড়ী বাজারে ভয়াবহ জানযটের কারনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩-৫টা পর্যন্ত ২ ঘন্টা পুরো টঙ্গীবাড়ী বাজারের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এ সময় যাত্রীদের গাড়ি রেখে বিভিন্ন স্থানে পায়ে হেটে যাতায়ত করতে দেখা গেছে। সম্প্রতি কিছু আলু ও সারের ডিলার যত্রতত্র রাস্তার মধ্যে গাড়ি প্রাকিং করে ট্রাকভর্তি আলু ও সার খালাস করার কারনে এই ভয়বহ যানযটের সৃষ্টি হচ্ছে । বৃহস্পতিবার বিকেলে সরোজমিনে গিয়ে দেখা যায় সারের ডিলার মহাদেব ঘোপ তার দোকানের সামনে ট্রাক ভর্তি হল্যেন্ড হতে আমদানীকৃত আলুর বাক্র রাস্তার মধ্যে ট্রাক রেখে নামাচ্ছেন। এই করনেই ভয়াবহ জানযটের সৃষ্টি হয়েছে।
এ সময় হাজার হাজার মানুষকে চরম দূর্ভোগে পরতে হয়। উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার টঙ্গীবাড়ী বাজারের জানযটকে উপজেলার অন্যতম সমস্যা হিসাবে চিহ্নিত করার পর কমিউনিটি পুলিশ নিয়োগ সহ একাধিক ব্যাবস্থা গ্রহন করলেও জানযট বেড়েই চলছে। কমিউনিটি পুলিশ সদস্যদের গাড়ি থামিয়ে চাদাঁবাজি করার একাধিক অভিযোগ রয়েছে। কমিউনিটি পুলিশ সহ লাইনমেনদের গাড়ি থামিয়ে চাঁদাবাজির কারনে জানযট সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সেলো মিশিন দিয়ে চালিত ট্রলি, নসিমন, করিমন, রিক্র ও পল্লি বাইকের কালো ধূয়া ও প্রচন্ড শব্দে পরিবেশ দূষিত হচ্ছে। অনবিজ্ঞ চালক দ্বারা এ সমস্ত জানবাহন বেপোরোয়াভাবে চালনোর ফলে প্রায়ই দূর্ঘটনা ঘটছে।
টঙ্গীবাড়ী বাজারে জানযটের চিত্র।
Leave a Reply