খোলা আকাশের নিচে বসবাস

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসী হামলায় বাড়িঘর হারিয়ে একটি দরিদ্র পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশের অসহযোগিতায় নতুন করে বাড়িঘর নির্মাণ করতে পারছে না পরিবারটি। ফলে ভাঙচুর ও লুটপাট হয়ে যাওয়া বসতিস্থলের জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিনযাপন করছে। ভুক্তভোগী পরিবারটির ভেঙে ফেলা বাড়িঘর পুনরায় নির্মাণ করার বিষয়ে গজারিয়া থানার ওসিকে আদালত নির্দেশ প্রদান করলেও পরিবারটি পুলিশের কোন সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মিল শ্রমিক আবদুর রহিম ওরফে বাদশার দায়ের করা মামলার প্রেক্ষিতে গত ২৩শে অক্টোবর মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে বলেন, বাদশা গং ওয়ারিশ সূত্রে ওই জমিতে ৩০-৩৫ বছর ধরে ভোগ দখল করে আসছেন। দ্বিতীয় পক্ষ একই উপজেলার একই গ্রামের হামদু, আবুবক্কর সিদিক, মেনন ও কামরুজ্জামান জিয়া গং ভোগ দখলে ছিল না। বাদশার দুটি বসতঘর ভেঙে নিয়ে যাওয়ায় তারা এখন মানবেতর দিনযাপন করছে।


গত ৫ই অক্টোবর গজারিয়া থানায় দায়ের করা মামলায় দরিদ্র বাদশার বসতঘর ভেঙে ফেলায় থানার তদন্ত প্রতিবেদনের আলোকে বাদশা গং যাতে তার পূর্ব অবস্থানে অনুরূপ দুটি টিনের বসতঘর নির্মাণ করে পূর্বাবস্থায় ফেরৎ পায়, বিষয়টি নিশ্চিত করার জন্য গজারিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এ আদেশের অনুলিপি গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাকেও দেয়ার জন্য আদেশ প্রদান করা হয়। ওইদিনই এ আদেশের কপি গজারিয়া থানার ওসি ও ইউএনও’র কাছে পাঠিয়ে দেয়া হয়। এদিকে প্রভাবশালী চক্রটি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী ফাতেমা বেগম জানায়।

জানা গেছে, গত ৫ই অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি গ্রামের মিল শ্রমিক বাদশার বসতঘরে একই গ্রামের কামরুজ্জামার জিয়া, মেনন, রিপন, নাছির, সালাম, হামদু, আবুবক্কর সিদ্দিক গং অতর্কিতে হামলা চালায়। এ সময় বাদশা ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ পরিবারের অন্যদের মারধর করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে তারা। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় গজারিয়া থানা মামলা নিতে গড়িমসি করলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশে গত ৭ই অক্টোবর থানা মামলা নেয়। এ মামলার বাদী হন বাদশার স্ত্রী ফাতেমা বেগম।


মামলায় কামরুজ্জামান ওরফে জিয়া, মেনন, রিপন, নাছির, সালাম, হামদু, আবুবক্কর সিদ্দিকসহ ৯ জনকে আসামি করা হয়। তারা আদালতে আত্মসমর্পণ করলে আসামি রিপন বাদে আদালত অন্য সবার জামিন মঞ্জুর করেন। আদালত থেকে জামিন নেয়ার পর আসামিরা আরও বেপরোয়া হয়ে তাদের জীবননাশের হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি গত ১১ই অক্টোবর গজারিয়া থানায় একটি জিডি করে। এ ব্যাপারে ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, বসতবাড়ি সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যাওয়ার পর আমরা আমাদের জমি দখল হয়ে যাওয়ার ভয়ে এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছি।

আদালতের নির্দেশ থাকার পরও আমরা পুলিশের কোন সহযোগিতা পাচ্ছি না। এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম মানবজমিনকে বলেন, এডিএমের আদেশের কপি পেয়েছি। পুনরায় ঘর উত্তোলন করতে গেলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য পুনরায় বাড়িঘর নির্মাণের দিন যাতে গজারিয়ার ইউএনও’কে ঘটনাস্থলে উপস্থিত রাখা হয় সে জন্য গত ৩১শে অক্টোবর মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মানবজমিন

Leave a Reply