১২ নভেম্ভর জেলা শহরে মানব বন্ধন, বিক্ষোভ কর্মসূচি ঘোষনা
মুন্সিগঞ্জে অব্যাহত গ্যাস সংকটে ফুসে উঠেছেন গ্রাহকরা। শনিবার বিক্ষুগ্ধ গ্যাসের গ্রাহকরা জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে গ্যাস গ্রাহক সংগ্রাম কমিটির ব্যানারে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করেছেন। অধ্যাপক আবুল বাসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন ওপরিবেশ মন্ত্রনালয়ের সচিব মো: আ: হান্নান, সাবেক মেয়র এডভোকেট মুজিবুর রহমান, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তোতা মিয়া, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো: শাহজাহান গাজী, মো: মোস্তাফিজুর রহমান ভূইয়া, এডভোকেট শাহিন মো: আমান উল্লাহ প্রমুখ। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল আইনজীবি সমিতি ভবন থেকে শুরুহয়ে কাচারী চত্বরে এসে শেষ হয়।
সভায় পূর্ব দেওভোগ, পশ্চিম দেওভোগ, মাঠপাড়া, শিলমন্দি, দক্ষিণ কোর্টগাওসহ বিভিন্ন এলাকার মহিলারা এই সভায় উপস্থিত হয়। সকলের একই দাবী গ্যাস চাই। সভায় আগামী ১২ নবেম্বর সকাল ১০ টায় লঞ্চঘাট থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত মানব বন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষনা করা হয়।
টিএনবি
Leave a Reply