ধর্মের কীট – রাহমান মনি

রোজা আসলে মুসলীম আমি
পূজা আসলে হিন্দু,
ধর্মের প্রতি নেইকো আমার
সম্মান এক বিন্দু।

ক্রিশ মাসে আমি সাজি
ধর্মপ্রাণ এক খ্রীষ্টান,
অন্য ধর্মে থাকে না তো
মোটেই আমার টান।

বৌদ্ধ ধর্মের আয়োজনে
যাই বুদ্ধ পূর্নিমায়,
তখন আমি বৌদ্ধ সাজি
আমায় তখন কে ঠেকায়?


বারো ঘাটের মানুষ আমি
নেই যে কোন ধর্ম,
আজে বাজে বকি, লেখি
সবই আমার কর্ম।

ছিটা ফোটার বিনিময়ে
লিখি আমার ইচ্ছামতো,
এটা নিয়ে লোকে করে
নানা গালমন্দ কতো।

বন্ধুর খাতা শুন্য আমার
নিজেই করি স্বীকার,
কেউবা বলে নেশাগ্রস্ত
কেউবা বলে বিকার।

আবোল তাবোল লিখি বলে
বক্তৃতা দেয় থামিয়ে,
রাত বিরাতে ধমক খেয়ে
লেখাটা নিই নামিয়ে।

সব ধর্মের সব লোকেরা
আমায় ডাকে চিট,
বহুরুপী মানুষ আমি
ধর্ম নামের কীট।

টোকিও
২৯ অক্টোবর, ২০১২

Leave a Reply