শ্রীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আরিফ হোসেন: শ্রীনগরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ছনবাড়ী এলাকায় ঢাকাগামী পেয়াজ বোঝাই একটি ট্রাক পেছনদিক থেকে একটি মোটর সাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী বিশাল ফকির আদর (১৫) এর একটি পা উরুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। অপর মোটরসাইকেল আরোহী চঞ্চল (৪২) ও আহত হয়। তাদের বাড়ী লৌহজং উপজেলার কলমা গ্রামে। চঞ্চল ও আদর সম্পর্কে মামা ভাগ্নে। পুলিশ ঘাকত ট্রাকটিকে আটক করেছে।

=================

শ্রীনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি এলাকায় সোমবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিশাল ফকির আদর (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিহত বিশাল ফকির আদর কেরানীগঞ্জের শুভাড্যা গ্রামের হাজী রতন ফকিরের ছেলে বলে জানা গেছে।

আহত মোটরসাইকেল চালক ও নিহতের মামা মনিরুজ্জামান চঞ্চলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশাল ফকির আদর তার মামার সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন।

এ সময় মোটরসাইকেলটি শ্রীনগরের ছনবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি মালবাহি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিশাল ফকির মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আদর ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply