মুন্সিগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে রেল ভাড়া বৃদ্ধি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রতিবাদে রবিবার বিকালে বিক্ষোভ মিছিল বের হয়েছে। জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল থাকলেও প্রচন্ড বৃষ্টির কারণে সব এলাকা থেকে লোকজন জড়ো হতে পারে নি। ফলে চরকেওয়ার ইউনিয়নের বিএনপি নেতা ফারুক মিঝির নেতৃত্বে মুশল ধরে বৃষ্টি উপেক্ষা করে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, আইন বিষয়ক সম্পাদক এড. তোতা মিয়া, জাসাসের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুমন জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন।

টিএনবি
=====================

বৃষ্টিতে মুন্সীগঞ্জ বিএনপির বিক্ষোভ স্থগিত

পন্ড হয়ে গেছে জেলা বিএনপির বিক্ষোভ। ব্যাপক আয়োজন থাকা সত্ত্বেও মুষলধারে বৃষ্টির কারণে তা স্থগিত হয়ে যায়। রেল ভাড়া বৃদ্ধি ও আওয়ামী লীগের দলীয়করণের প্রতিবাদসহ নানা দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি রবিবার বিকেলে মুন্সীগঞ্জে পন্ড হয়ে যায়।


এ কর্মসূচিকে সফল করতে জেলা বিএনপি সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি নেয়। কিন্তু কাল হয়ে দাঁড়ায় আকস্মিক বৃষ্টি। বিকেল ৩টার দিকে হঠাৎ করেই বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এরই মধ্যে শহরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানুসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী পার্টি অফিসে সমবেত হন। বৃষ্টিতে ভিজে চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক সরকারের নেতৃত্বে একটি মিছিল পার্টি অফিসে এসে সমবেত হয়। কিন্তু বৃষ্টির মাত্রা আরো বেড়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই বিক্ষোভ-সমাবেশ স্থগিত ঘোষণা করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন।


সভায় ওই তিন নেতা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, জেলা যুবদল সভাপতি তারিক কাশেম খান মুকুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিম স্বপন, বিএনপি নেতা মাহবুব উল আলম স্বপন, সাবেক ভিপি শাহীন মিয়া, শহর শ্রমিক দলের সভাপতি নাসিরউদ্দিন নাসির প্রমুখ।

জাস্ট নিউজ

Leave a Reply