মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী জুয়েলের নির্যাতনের শিকার আশ্রয় কেন্দ্র

মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী জুয়েল লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাও আশ্রয় কেন্দ্র একটি আতংকের নাম। তার কথামতো কাজ না করলেই বৃদ্ধা মহিলা-পুরুষ, শিশু কেউ রেহাই পায় না তার নির্যাতন থেকে। জুয়েল একজন মাদক সেবী, ব্যবসায়ী। জুয়েলের ২টি ছেলে বড় ছেলে মালয়েশিয়া। ফলে অর্থের দাপটে সে কাউকে পরোয়া করে না। তার লালসার শিকার হয়েছে ৫ম শ্রেণীর ছাত্রী মীম। মীমকে ধর্ষণের পর হত্যা করে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। প্রভাবশালী মহল এ ঘটনা ধামাচাপা দেওয়ার জোর তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভিকটিমের পরিবারের অভিযোগ পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের সাথে দেখা না করে মাদক ব্যবসায়ী জুয়েলের পরিবারের সাথে দেখা করে চলে আসে। ফলে ঘটনাটি ধামাচাপা দেয়ার বিষয়টি এলকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

বর্তমান সরকারী দলের আশ্রয় প্রশ্রয়ে সে তার মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ জোরে সোরে চালিয়ে যাচ্ছে। ৫/৭টি গরু পালন করেন তিনি। সারাদিন আশ্রয়কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবনের নীচে গরুগুলো বেঁধে রাখেন। আশ্রয় কেন্দ্রের প্রতিটি মহিলা-নারী-পুরুষ ও শিশু তার কথামত কাজ না করলে তার নির্যাতন শুরু হয়ে যায়। মীমকে মারার ৫দিন পূর্বে আশ্রয়কেন্দ্রের এক ভদ্রলোকের স্ত্রীকে অকথ্য ভাষায় গালগাল দিয়েছে। বৃদ্ধা আতোরবানু মেরে তার পা ভেঙ্গে দিয়েছে। বারেক খালাসীর ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে, মানিকের মা জমেলাকে সে মেরেছে। তার কথামত কাজ করেনি বিধায় জাবেদার মেয়েকে মেরে তার পরিবর্তে খুশি নামের এক মহিলা আশ্রয় কেন্দ্রে উঠিয়েছে। এক কথায় আশ্রয় কেন্দ্রটি এখন জুয়েলের করদ রাজ্য। সে যা বলে তাই আশ্রয় কেন্দ্রের সকলকে করতে হয়।

এই জুয়েলেরই শিকার বাবুল হাওলাদারের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী মীম। মীমকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে মেরে ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী জহির উদ্দিন মোড়লের ছেলে জুয়েল মোড়ল।

মীমের মা জুলেখ বেগম, নানী খোরশেদা বেগম বলেন, মীম মারা যাওয়ার ২ঘন্টা পূর্বে আমার স্বামীকে শাশিয়েছে জুয়েল। কুমড়ো গাছের চারা নষ্ট করার মিথ্যা অভিযোগ এনে মেয়ে মীমকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। সকাল ৯টায় মীমের নানী খোরশেদা ও মীমের বোন মীনা ঘরে সামনে এসে দরজা দিয়ে চুকি দিতেই দেখে চোখ বড় বড় করে ঝুলে রয়েছে তার বোন মীম। সাথে সাথে আশ্রয়কেন্দ্রের অন্যান্য লোকজন এসে মীমকে নামিয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। হাসপাতাল থেকে লাশ পুনরায় আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। পুলিশ ও র‌্যাবের একটি টিম ১২টার দিকে এসে মীমের লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে লাশ মাটি দিতে গেলেও স্থানীয় জাঙ্গালিয়া গোরস্থানের কর্মকর্তারা বাঁধ সাধে মাটি দেয়া যাবে না বলে। পরে নওপাড়া গোরস্থানে মীমের লাশ দাফন করা হয়। আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে না ভয়ে আশ্রয় কেন্দ্রের কেউই মূখ খুলছে না। এমনকি মীমের পরিবারের লোকজনও কিভাবে মারা গেলো তা বলতে অপারগতা প্রকাশ করে।

অভিযোগ উঠেছে কথামত জুয়েল মোড়ল কাজও করেছে। ঐ দিন ছিল ২৫ অক্টোবর বৃহস্পতিবার। বাবুলের ঘরে বৃহস্পতিবার সকালে মীম ছাড়া কেউ ছিল না। মিনা ও ফাহিমা নানীর বাসায় ছিল। বাবুল ও স্ত্রী জুলেখা বেগম তারা তাদের কাজে বেরিয়ে পড়ছিল। বাবুল একজন রিক্সা চালক। এ সুযোগে জুয়েল মোড়ল ঘরে ঢুকে মীমকে ধর্ষণ করে বালিশ চাপা দিয়ে মেরে মীমের ওড়না দিয়ে আড়ার সাথে ঝুলিয়ে পালিয়ে গেছে বলে সকলে আলাপ করলেও অভিযোগ করতে নারাজ। সাংবাদিক কিংবা প্রশাসনের কেউ এলাকায় গেলে মীমের কথা বললে সকলের বিষয়টি জানলেও ঘটনার বর্ণনা দিতে নারাজ। মেরে ফেলার অভিযোগ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জুয়েলের বিরুদ্ধে।

বড় মেয়েকে হারিয়ে মা জুলেখা বেগম এখন নির্বাক। সে মনে হয় কিছুই বুঝতে পারছে না। জুলেখার ৩ মেয়ে স্বামী নিয়ে সংসার। বড় মেয়ে মীম (১২) পঞ্চম শ্রেণীতে পড়ত, মেঝ মেয়ে মিনা (৮) প্রথম শ্রেণীতে, ছোট মেয়ে ফাহিমা (৬) পড়ে শিশু শ্রেণীতে।

নওপাড়া বাজারের পিছনে দক্ষিণ চারিগাও গ্রামে আশ্রয় কেন্দ্রটি ১২বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অসহায়, দুস্থ্য ও নদীভাঙ্গা এলাকার লোকজনই থাকে। এ আশ্রয় কেন্দ্রে ৩০টি পরিবারের নিয়ে প্রকল্পটি করা হয়েছে। ৩০টি পরিবারই এখানে বসবাস করে। ৬বছর পূর্বে আশ্রয় কেন্দ্রের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ১০টি ঘরের মধ্যে জুলেখা বেগমের ঘরও ছিল। তখন ১০টি পরিবারকে তখন স্থানীয় চেয়ারম্যান ১বান করে টিন ও ১০কেজি করে চাল অনুদান হিসেবে দিয়েছিলেন।

এ বিষয় বৌলতলী ইউনিয়ন চেয়ারম্যান রশিদ শিকদার জানান, আমি হজ্বে ছিলাম, বাড়িতে এসে শুনতে পেয়েছি। প্রথমে এটি অপমৃত্যু হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে কি হয়েছে। তার পরেও আমি বিষয়টি স্থানীয় মেম্বারকে নিয়ে দেখছি কি করা যায়।

বৌলতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ইছব মিয়া জানান, আশ্রয় কেন্দ্রের প্রতিটি নারী-পুরুষের অত্যাচারের কথা স্বীকার করে বলেন, জুয়েলের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে দেখি কি করা যায়। ভিকটিমের সাথে আমরা আছি। ভিকটিম যা করতে চায় আমরা তাকে সহযোগিতা করবো। ভিকটিম অভিযোগ না দেওয়ায় আমরা কিছুই করতে পারলাম না।

তিনি আরো বলেন, মেয়েটির লাশ যখন হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয় তখন জুয়েল ও জুয়েলের মা, মীমের মা জুলেখা বেগমের কাছে মাফ চায় এবং বলে তোরা আমাকে বাঁচাতেও পারো আর মারতেও পারো। আমাকে মাফ করে দেও। ঐ দিন এস.আই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে জুয়েলের বাবা জহিরুদ্দিন মোড়লকে বলে আসেন আগামী কাল জুয়েলকে হাজিরা দিতে। কিন্তু অদ্য পর্যন্ত জুয়েল আর হাজিরা দেয়নি।


এ বিষয় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডা. মোসলেম খান মন্টু বলেন, মীমের ঝলন্ত লাশ মাটিতে পা ঠেকে ছিল। তাই স্পষ্ট বুঝা যায়, মীমকে মেরে আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। জুয়েল খুবই খারাপ প্রকৃতির লোক তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ বিষয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা হান্নান ভূইয়া এই ঘটনার কথা শুনতে পান এবং জুয়েলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম মিয়া বেগ জানান, জুয়েলের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। তিনি আরো বলেন, অনেকে ভয়ে মুখ না খুললেও আমরা বসে থাকবো না।

এ বিষয় মামলার তদন্ত কর্মকর্তা এস.আই জাকির হোসেন বলেন, জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হতে বলেছিলাম কিন্তু হাজির হয়নি। জনকন্ঠে একটি ধর্ষণ করে হত্যা বলে সংবাদ পরিবেশন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আমরা ব্যবস্থা নেবো। বাদী যেহেতু অভিযোগ দেয়নি তাই আমাদের কিছূ করার নেই।


এ বিষয় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, ২৫ অক্টোবরের ঘটনাটি তিনি ২টি অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পোষ্টমার্টেম রিপোর্ট আসলে আমরা আগাতে পারবো।

এ বিষয়ে ভাগ্যকুল র‌্যাব-১১ কমান্ডার আনোয়ার হোসেন বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। তাই আমি বিষয়টি বলতো পারবো না।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন খান বলেন, আমি শুধু জানি আশ্রয় কেন্দ্রে মীম নামের একটি মেয়ে আত্মহত্যা করেছে। ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে এমন বিষয় আমার জানা নেই।

টিএনবি

Leave a Reply