মুন্সীগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাটের কাছে যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে আদিল (সাড়ে ৩ বছর) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে লঞ্চের ছাদে খেলতে খেলতে শিশুটি নদীতে পড়ে যায় বলে জানা গেছে। নিখোঁজ শিশুটির বাবার নাম হিজল মিয়া ও মা শান্তা ইসলাম।
এদিকে, খবর পেয়ে কোস্টগার্ড সদস্য ও ডুবুরিরা ধলেশ্বরী নদীতে নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
জানা যায়, ঝালকাঠি থেকে সুন্দরবন-১ নামে যাত্রীবাহী লঞ্চে করে বাবা-মায়ের সঙ্গে আদিল ঢাকা যাচ্ছিল। ঘটনার সময় আদিল লঞ্চের ছাদে খোলা জায়গায় খেলছিল।
কোস্টগার্ড কর্মকর্তা কবির হোসেন বাংলানিউজকে জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শিশুটি লঞ্চ থেকে পড়ে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ধলেশ্বরী নদীর কাঠপট্টি এলাকা থেকে বক্তাবলী এলাকা পর্যন্ত তল্লাশি চালিয়েছে। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, কোস্টগার্ডের একটি দল ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত তল্লাশি চালায়। কিন্তু শিশুটির পড়ে যাওয়ার জায়গাটি সুনির্দিষ্টভাবে বলতে না পারায় সন্ধান পেতে একটু সমস্যা হচ্ছে।
বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর একটি দল নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply