গজারিয়ায় মেঘনা নদীতে যুবকের লাশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকায় আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরির কাছে মেঘনা নদী থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসতাপাল মর্গে পাঠায়।


তিনি আরও জানান, লাশের হাত-পা বাধা ছিল। ধারণা করা হচ্ছে, ৭ থেকে ৮ দিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply