মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোনালী ব্যাংক মাওয়া শাখায় ডাকাতির ঘটনায় ও অস্ত্র মামলায় যুবলীগ নেতা শওকতকে (৪২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে মাওয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবির উপ পরিদর্শক (এসআই) মাসুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মাওয়া এলাকায় অভিযান চালিয়ে শওকতকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, এক বছর আগে মাওয়ায় সোনালী ব্যাংক ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলায় শওকত ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শওকত স্থানীয় যুবলীগ নেতা বলে জানান এসআই।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply