ডা. নিতাই হত্যার আসামি হোসেন মুন্সীগঞ্জে গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সবুরাকান্দি গ্রামের শ্বশুরবাড়ি থেকে গতকাল ভোরে ডা. নিতাই হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো. হোসেন মিল্কী ওরফে হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর গুলশানস্থ র‌্যাব-১ কার্যালয়ের মেজর মোস্তাকের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে র‌্যাব-১ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাবাদ করছেন র‌্যাবের দায়িত্বশীল অফিসাররা। ব্যক্তিগত জীবনে বিবাহিত হোসেনের ১ ছেলে রয়েছে। তার স্ত্রী গ্রামে শ্বশুরালয়েই থাকে। হোসেন সদর উপজেলার চরাঞ্চল আমঘাটা গ্রামের শাহজাহান মিল্কীর ছেলে। তারা ২ ভাই ও ২ বোন। ভাইবোনের মধ্যে সবার ছোট সে। তার শ্বশুরের নাম খলিল বেপারী। পরিবার সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর পরই রাজধানী ছাড়ে হোসেন। চলে আসে নিজ বাড়িতে।


গ্রামবাসী জানায়, মাত্র ২০ বছর বয়সে গ্রামের বাড়ি ছেড়ে রাজধানীর বুকে চলে আসে হোসেন। প্রথমে কিছু দিন যাত্রীবাহী বাসে হেলপারের কাজ করে। পরে প্রাইভেটকার চালনা শিখে নিজেই ভাড়ায় প্রাইভেট কার চালাতো। গ্রামবাসী জানে হোসেন প্রাইভেটকার চালিয়ে রাজধানীতে বেশ ভালই রয়েছে। বাবা শাহজাহান মিল্কী একজন হতদরিদ্র কৃষক। জমিতে ধান-পাটসহ বিভিন্ন শস্য ফলিয়ে যা রোজগার হয়, তা দিয়েই কষ্টে জীবন-যাপন ও সংসারের ঘানি টেনে আসছেন এখনও। সবার ছোট ছেলে মো. হোসেন রাজধানীতে প্রাইভেটকার চালিয়ে যা আয় করতো- তার খুব একটা টাকা পয়সা গ্রামের বাড়িতে থাকা মা-বাবার কাছে পাঠাতো না। রাজধানীতে প্রাইভেটকার চালাতে গিয়ে হোসেন মাদকের নেশায়ও আসক্ত হয়ে পড়েছিল বলে জানা গেছে।

মানবজমিন

Leave a Reply