২নং নতুন ফেরিঘাট বন্ধ, মাওয়ায় দুর্ভোগ লেগেই আছে

মাওয়ায় দুর্ভোগ লেগেই আছে। নতুন ২নং ফেরি ঘাটের (ঋষি বাড়ি ও টার্মিনাল ঘাটের মধ্যবর্তী) সংযোগ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় শনিবার সকাল থেকে এই ঘাটটি বন্ধ রয়েছে। রাস্তাটির মেরামত কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বলেছেন, রাস্তাটির একপাশের কাজ শুরু হয়েছে। আগামীকাল আরেক পাশের কাজ শুরু হবে। এখন ছোট যান এই ঘাট দিয়ে পারাপার সম্ভব। তবে যানবাহনের চাপ কম থাকায় বাকি দুটি ঘাট দিয়েই পারাপার করা হচ্ছে। নাব্য সঙ্কট, প্রবল স্্েরাত ও নদী ভাঙ্গন। একটার পর একটা সমস্যা যেন জেঁকে ধরেছে মাওয়াকে। সঙ্কট ছাড়ছে না মাওয়াকে। এতে সংশ্লিষ্ট অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে বিঘœ ছাড়াও ব্যবসাবাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলা ছাড়াও প্রভাব পড়ছে গোটা দেশে।

এদিকে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া এখন ক্ষতবিক্ষত। আকস্মিক পদ্মার ভাঙ্গনে গেল এক মাসে পাল্টে দিয়েছে মাওয়ার চিত্র। বড় বড় ফাটল দেখা দেয়ায় ফের ভাঙ্গনের আশঙ্কায় মাওয়াবাসী পড়েছে দুশ্চিন্তায়। হঠাৎ কেউ এখানে আসলে মাওয়াকে চেনাই হবে দুস্কর। অতিব্যস্ত মাওয়ার ৩টি ফেরিঘাটই এখন পদ্মার পেটে। পুরনো ফেরিঘাটের লাগোয়া লঞ্চঘাট, স্পিডবোটঘাট সবই এখন স্মৃতি। এই ঘাটকে কেন্দ্র করে অর্ধ সহস্রাধিক দোকানপাটও এখন বন্ধ প্রায়। পুরনো মাওয়া ঘাটের রাস্তাটি এখন একরকম অলস।

নতুন লঞ্চঘাটের আশপাশে ৩টি ফেরিঘাটই সরিয়ে নেয়ায় এখন ঐ এলাকাটিই জমজমাট। কিন্তু সেটির অবস্থাও ভাল নেই। মাওয়া ফেরিঘাটের পদ্মার ভাঙ্গনের আগে গত ৪ অক্টোবর প্রথম ভাঙ্গন শুরু হয় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নতুন এই লঞ্চঘাট ও পার্কিং ইয়ার্ডে। এই ভাঙ্গন আপতত বন্ধ হলেও আশঙ্কা থেকেই যাচ্ছে। নদীর গতিবিধি ভাল মনে হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনকন্ঠ

Leave a Reply