মুন্সীগঞ্জে ১৫ নভেম্বর থেকে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

আগামী ১৫ নভেম্বর থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদীর মোস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে ৩ দিনব্যাপী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা শুরু হবে। এ লক্ষে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাবলীগ জামায়াতের মুন্সীগঞ্জ সুরার সদস্য মো. জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা আগামী ১৫ নভেম্বর শুরু হবে।

১৭ নভেম্বর জোহর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনব্যাপী ইজতেমা। ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বিদের মধ্য থেকে একজন আখেরি মোনাজাত করাবেন।

তিনি আরও জানান, প্রায় ১৫ বছর পর মুন্সীগঞ্জে জেলা ইজতেমা হতে যাচ্ছে। এর আগে জেলার টঙ্গিবাড়ি-সোনারং স্কুল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল।

এ জামায়াতে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০-৩০ হাজার মুসল্লি শরিক হবেন। তাবলীগ জামায়াতের কেন্দ্রস্থল ঢাকার কাকরাইলের মুরুব্বিরা এ ইজতেমা পরিচালনার জন্য জামায়াত নিয়ে আসবেন।

তাবলীগ জামায়াত সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলার তাবলীগ জামায়াতের ৭ সুরার সদস্য ইজতেমার সার্বিক তত্ত্বাবধানে থাকছেন।

বিভিন্ন মসজিদ ওয়ারি, জোড়নেওয়ালী ও এস্তেকবালসহ অন্যান্য পয়েন্টে যারা কাজ করবেন-তারা আগামী ১৪ নভেম্বর রাতের মধ্যে ইজতেমা মাঠে এসে পৌঁছাবেন।

সূত্র আরও জানায়, আগামী বিশ্ব ইজতেমাকে সফল করতে মুন্সীগঞ্জসহ দেশের ৬টি জেলায় এ বছর জেলা ইজতেমা হচ্ছে।

এসব ইজতেমা থেকে উম্মতের হেদায়েতের জন্য দেশ-বিদেশে শত শত জামায়াত তৈরি হয়ে আল্লাহর রাস্তায় বের হবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply