মুন্সিগঞ্জে জামায়াতের কোন কর্মসূচি না থাকলেও জামায়াত নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গ্রেফতার হয়েছেন জামায়াতের জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মাদবর (৭৫), জামায়াতের সাবেক নেতা আখতার হোসাইন (৫০) ও অপরজন সদর আমির মাওলানা মোকসেদুর রহমানের বাড়ি থেকে (ভায়রা বাড়ি) গ্রেফতার হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সদস্য আব্দুস সোহবান তালুকদার (২৩)। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলা নং ৩৩।সারাদেশে জামায়াত শিবিরের কর্মসূচী লক্ষ করলেও এ পর্যন্ত মুন্সিগঞ্জে কোন কর্মসূচি পালন করেনি জামায়াত কিংবা শিবির।
সোমবার গভীর রাতে জামায়াতের জেলা নায়েবে আমীরের নিজ বাড়ি থেকে ঘুম থেকে উঠিয়ে কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতৃবৃন্দ। অপরদিকে জামায়াতের সাবেক নেতা আখতার হোসাইন এখন আর জামায়াত করেন না তাকেও গ্রেফতার করা হয়েছে। জামায়াতের জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুর করিম এই গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে নায়েবে আমির ও অপর দুইজনকে মুক্তি দেওয়ারও আহবান জানিয়েছেন তিনি।
টিএনবি
=========================
মুন্সীগঞ্জ জামায়াতের নায়েবে আমিরসহ গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি আবুল বাশার জানান, রোববার রাতে শহরের রনছ-রুহিতপুরের বাড়ি থেকে জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হক মাতবরকে (৭৫) এবং বায়তুল মাল সম্পাদক ও মুন্সীগঞ্জ ইসলামী ব্যাংক কর্মকর্তা আখতার হোসেনকে (৫০) শিলমন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শহরের পিটিআই মোড়ের জামায়ত কার্যালয়ের সামানে রোববার রাত ৯টার দিকে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
ওই ঘটনায় সদর থানার এস আই মোশারফ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
নুরুল হক ও আখতার হোসেনকে ওই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর
============
মুন্সীগঞ্জে জামায়াতের ৩ নেতা গ্রেফতার
রোববার মধ্যরাতে মুন্সীগঞ্জ শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য মামলায় জেলা জামায়াতের সহ-সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলেন-জেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি নুরুল হক মাদবর (৭৫), আক্তার হোসেন (৫০) ও আব্দুস সোবহান (২৩)।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন বাংলানিউজকে জানান, রোববার রাতে জামায়াতের ওই ৩ নেতার বিরুদ্ধে সদর থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে রাত ১টার দিকে নুরুল হককে শহরের রুহিতপুর এবং আক্তার হোসেন ও আব্দুস সোবহানকে শিলমন্দি এলাকায় নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply