টঙ্গীবাড়ী মুক্ত দিবস আজ

টঙ্গীবাড়ীবাসীর জন্য গৌরবোজ্জ্বল দিন আজ ১৫ নভেম্বর। সফল যুদ্ধ শেষে ১৯৭১ সলের এই দিনে পরাজিত পাক হানাদার বহিনী লেজ গুটিয়ে পালিয়ে যায়। টঙ্গীবাড়ীর মুক্ত আকাশে ওড়ে বাংলাদেশী পতকা। সর্বত্র ছিল বিজয় কেতন। পাকি বাহিনীর কবল থেকে এই জনপদ মুক্ত হওয়ার দিনটি তাই ইতিহাসে আজও স্মরনীয়। দিবসটি পালনে সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার শামসুল হক জানান, সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের কমপ্লেক্সের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন এবং পৌনে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিল, সাড়ে ১০টায় বিজয় র‌্যারী এবং ১১টায় আলোচনা কর্মসূচীর উল্লেখযোগ্য।


টঙ্গীবাড়ীর ইউএনও নাদিয়া হায়দার জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারেই মুক্তদিবসের অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে। এখানে মুক্তিযোদ্ধা সরকারী বেসরকারী সকলেই সম্মিলিতভাবে বিজয়গাঁথা দিনটি স্মরণ করবো।

বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার শামসুল হক কমান্ডারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকছেন প্রশাসনের লোকজন ছাড়াও অতিথি হিসাবে থাকছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে যুদ্ধকালীন অস্থায়ী সরকারকে গার্ড অব অর্নার প্রদানকারী মাহবুব উদ্দিন বীর বিক্রমের উপস্থিতিও নিশ্চিত করেছেন আয়োজকরা।

এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে- মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারনকে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। দিবসটিকে কেন্দ্র পদ্মা, ধলেশ্বরী, ইছামতি ও রজত রেখা নদীতীরের টঙ্গীবাড়ীর বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে উৎসব।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply