স্কুলছাত্র পরাগ অপহরণ মামলার আসামি মামুনকে (৪২) মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মামুন বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বাড়ি একই থানার শুভাড্যা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, এক বন্ধুর মাধ্যমে অবস্থান সনাক্ত করে কৌশলে মামুনকে সিরাজদিখানের নিমতলা এলাকার রাস্তায় আসতে বলা হয়। এসময় মামুন এলে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বুধবার ভোরে গ্রেপ্তারের পর মামুনকে নিয়ে ডিবি পুলিশের একটি টিম অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। এরপর তাকে থানায় নেওয়া হয়।
তিনি জানান, অভিযানে অপর আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ মামলায় এ যাবত একমাত্র মামুনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অপর আসামিরা পলাতক।
গ্রেপ্তারকৃত মামুন অপহরণের সঙ্গে সম্পৃক্ত কিনা এমন প্রশ্নের জবাবে এসআই আফজাল বলেন, “স্কুলছাত্র পরাগকে অপহরণকারীরা তার সঙ্গে যোগাযোগ করেছিল বলে মামুন জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৭টার দিকে লিপি মণ্ডল (৩৩), তার ছেলে পরাগ ও মেয়ে পিনাকীকে (১১) নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘোষবাড়ি এলাকার বাড়ি থেকে নিজেদের প্রাইভেটকারে ওঠছিলেন।
এ সময় দু’টি মোটরসাইকেলে করে চারজন লোক লিপি, পিনাকী ও গাড়িচালক নজরুলকে গুলি করে পরাগকে ছিনিয়ে নেয়। মঙ্গলবার রাত ১২টার দিকে পরাগকে আঁটিবাজার এলাকার একটি দোকানের সামনে থেকে উদ্ধার করা হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
==================
পরাগ অপহরণে ‘জড়িত’ একজন গ্রেপ্তার
স্কুলছাত্র পরাগ মণডল অপহরণে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মামুন (৪০) কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসিন্দা হলেও তাকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে মামুনকে গ্রেপ্তার করা হয়।
শুভাঢ্যা এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিমল মণ্ডলের স্ত্রী, মেয়ে ও গাড়িচালককে গুলি করে গত রোববার ছেলে পরাগকে তুলে নেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের আঁটি বাজার এলাকায় অপহরণকারীরা ছেড়ে দিলে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা মনির বলেন, “মামুনের বাড়ি শুভাঢ্যা গ্রামে। পরাগের অপহরণের পেছনে মামুন জড়িত- এমন তথ্য আমাদের কাছে রয়েছে।”
পরাগ অপহরণের পর তার দাদি সাবিত্রী মণ্ডল থানায় যে মামলা করেছেন, তা তদন্ত করছেন পরিদর্শক মনির।
মামুনের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “২০০১ সালে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ রয়েছে।”
পরাগ অপহরণের ঘটনায় এই পর্যন্ত মামুনই প্রথম গ্রেপ্তার হলেন।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, অপহরণে জড়িত বলে চারজনকে সনাক্ত করেছেন তারা।
তাদের অচিরেই গ্রেপ্তার হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অপহরণে জড়িতদের গ্রেপ্তারে র্যাবও সক্রিয় বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র এম সোহায়েল।
উদ্ধারের পর পরাগকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন না থাকলেও তিনদিনের ধকল সামলাতে হয়েছে ছয় বছর বয়সী শিশুটিকে।
পরাগ কবে নাগাদ হাসপাতাল থেকে বাসায় ফিরবে- জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, চিকিৎসক ছাড়পত্র দিলেই পরাগ বাসায় আসবে।
গত রোবাবর সকালে কেরানীগঞ্জের শুভাড্যা পশ্চিম পাড়ায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরাগের মা গুলিবিদ্ধ লিপি মণ্ডল (৩৩) বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। পরাগের বোন পিনাকি মণ্ডল (১১) হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেও গুলিবিদ্ধ গাড়িচালক নজরুল ইসলাম (৩৫) মিটফোর্ডে ভর্তি রয়েছেন।
কী কারণে পরাগকে অপহরণ করা হয়, সে বিষয়েও তার পরিবারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ কিছু বলেনি।
পরাগের বাবা তাঁতীবাজারের জে কো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল বলেন, “কারো সঙ্গে আমার তেমন কোনো শত্রুতা নেই। জমি নিয়ে ছোট একটি বিরোধ থাকলেও তা মিটে গেছে।”
অবশ্য নজরুল নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে পরাগকে অপহরণ করা হয়েছে বলে এলাকার অনেকেই মনে করেন।
বিএনপি নেতা ও ওই এলাকার সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার সাংবাদিকদের বলেছিলেন, স্থানীয় ক্ষমতাধর ‘ভূমিদস্যুরা’ পরাগের বাবার সম্পত্তি দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।
পরাগকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে র্যাব দাবি করছে, তবে পুলিশ তা নাকচ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর
Leave a Reply