বাংলাদেশি চিত্রশিল্পীদের জয়জয়কার

রাহমান মনি
বাংলাদেশি চিত্রশিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ ছিল জাপানি চিত্রকলাপ্রেমী দর্শক এবং সেই সঙ্গে আয়োজনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের চিত্রশিল্পীবৃন্দ। আর তাতে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন আয়োজক সংগঠন Japan Shinkyoku Bijutsu Kyokai Society.
প্রতি বছরের মতো এবারও জাপান শিনকিয়োকু বিজুৎসু কিয়োকাই সোসাইটি এশিয়ান চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এবারের আয়োজন ছিল ১৮তম। জাপান, বাংলাদেশ, তুরস্ক, ইরান এবং নেপালের চিত্রশিল্পীদের চিত্রকলা এবারের প্রদর্শনীতে স্থান পায়। এবারের প্রদর্শনীতে থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। বাংলাদেশের ১৬ জন চিত্রশিল্পীর ১৮টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। শিল্পীরা হচ্ছেন এমডি ফজলুর রহমান ভুটান, আবুল খায়ের, নারগিস আকতার পুনম, মোঃ সোলায়মান হোসেন, পিন্টু দেব, নবরাজ, মাহবুবা করিম মিনি, শিবানী কর্মকার, আব্দুস সাত্তার মানিক, পারভেজ হাসান, এলহাম হক খুকু, সজীব চন্দ্র রায়, ফজলুর আলম ইমন, লিটন সরকার, জাহিদ সাগর এবং শ্যামল জেমস গোমেজ প্রমুখ।

জাপানের প্রসিদ্ধ আর্ট গ্যালারি ‘টোকিও মেট্রোপলিটান আর্ট মিউজিয়ামে’ ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ৮ দিনব্যাপী এই চিত্রকলা প্রদর্শনীতে কেবল একটি নামই বার বার উচ্চারিত হয়েছে। আর তা হলো বাংলাদেশ। চিত্রকলা প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন চিত্রশিল্পী এমডি ফজলুর রহমান ভুটান। শিল্পী ভুটানের চিত্রকর্ম এর আগেও বেশ কয়েক বার আয়োজকদের প্রদর্শনীতে স্থান পায় এবং বিশেষ পুরস্কারে ভূষিত হন। ১৭তম আয়োজনে ভুটানের চিত্রকর্ম ২টি শাখায় দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে। সেই থেকে ভুটানকে আয়োজক সংগঠনে বিশেষ সম্মানিত সদস্য করে নেয়া হয়। রয়েল বেঙ্গল টাইগারের দেশ বাংলাদেশের ভুটানের কাজও ছিল বাঘ নিয়ে। বিপন্নপ্রায় বাঘকে নিয়ে কাজ করেন ভুটান। জাপানে ভুটান টাইগার ভুটান নামে পরিচিতি পায়। আয়োজকদের কাছে টাইগার ভুটান পরিচিতি পাওয়ায় প্রদর্শনীস্থলেও টাইগার ভুটানের কাছে নিজের আসল নামটি চাপা পড়ে যায়। তবে এই নিয়ে তার দুঃখবোধ নেই। অনুভূতি জানিয়ে জনাব ভুটান বলেন, আমার নাম জানানোটা এখানে মুখ্য নয়। আমার চিত্রকর্ম এবং আমার প্রিয় বাংলাদেশের স্বীকৃতি আদায়ই আমার কাছে মুখ্য। সারা পৃথিবী জানুক বাঘের দেশ বাংলাদেশ। বাঘ আমাদের শৌর্যবীর্যের প্রতীক।

২৯ সেপ্টেম্বর প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী আঁকিয়েদের মধ্যে এক সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন বাংলাদেশি চিত্রশিল্পীকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্তরা হলেন আবুল খায়ের, পিন্টু দেব, শিবানী কর্মকার, মাহবুবা করিম মিলি এবং এলহাম হক খুকু। বাংলাদেশিদের পক্ষে সনদ গ্রহণ করেন ভুটান এবং জাপান প্রবাসী চিত্রশিল্পী কাহাল আর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা কামরুল হাসান নিপু। শিল্পী নিপু রাষ্ট্রদূতের দোভাষীর কাজ করেন এই দিন। অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রদূতকে শিনকিয়োকু বিজুৎসু কিয়োকাই সোসাইটির পক্ষ থেকে জাপানি চিত্রশিল্পীদের একটি চিত্রকর্ম উপহার হিসেবে দেয়া হয়। সংগঠনের সভাপতি তাকাইচি সাকামোতো রাষ্ট্রদূতের হাতে উপহারটি তুলে দেন। বাংলাদেশের পক্ষ থেকেও চিত্রকর্ম স্মারক উপহার দেয়া হয় জাপানকে।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার শুভেচ্ছা বক্তব্যে এমন একটি মহতী উদ্যোগকে সাধুবাদ এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সংস্কৃতির ইতিহাস অনেক পুরনো এবং সমৃদ্ধ বাংলাদেশের চিত্রশিল্পীদের চিত্রকলা খুবই রুচিশীল, আধুনিক এবং বাস্তবভিত্তিক। বাংলাদেশি শিল্পীদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চিত্রকর্মের দ্বারা জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক বন্ধুত্ব আরো দৃঢ় হবে। তিনি বলেন, একটি চিত্রকর্ম নির্বাক হলেও অনেক ক্ষেত্রে সবাক থেকেও অনেক অনেক বেশি কার্যকরী। একটি চিত্রকর্ম মনের অনেক অনুভূতির কথা একত্রে প্রকাশ করতে পারে। তিনি বলেন, জাপানে বাংলাদেশের সংস্কৃতি বিকাশে দূতাবাস সব ধরনের সহায়তা দিবে। শিল্পী ভুটানের সঙ্গে তিনি কিছু সময় কাটান কুশল বিনিময়ে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আপনার আগমন বাংলাদেশি চিত্রশিল্পীদের পাশাপাশি আমাদেরও উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। পরে সমস্ত শিল্পী এবং রাষ্ট্রদূতের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশের গ্যালারি প্রতিষ্ঠা
জাপানের মাটিতে শহীদ মিনার স্থাপন ছিল জাপান প্রবাসীদের অনন্য সাফল্য। এটা ছিল প্রবাসীদের আন্তরিক প্রচেষ্টার ফসল। ৫ অক্টোবর ২০১২ জাপানে বাংলাদেশিদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তবে এই কৃতিত্বের দাবিদার প্রবাসীরা নয়। এর দাবিদার বাংলাদেশি চিত্রশিল্পীরা। বিশেষ করে বলতে গেলে বলতে হয় চিত্রশিল্পী এমডি ফজলুর রহমান ভুটান যিনি জাপানিদের কাছে টাইগার ভুটান নামে সমধিক পরিচিত। আর এর পেছনে যে জাপানি সহৃদয় ব্যক্তির অবদান তিনি হচ্ছেন মাসাও সেকিয়া। ৫ অক্টোবর জাপানের মাটিতে বাংলাদেশি চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী এবং বিক্রয়ের জন্য একটি স্থায়ী গ্যালারি প্রতিষ্ঠিত হয়। চিবা প্রিফেকচারের মোবারা সিটিতে প্রতিষ্ঠিত জাপান-বাংলাদেশ আর্ট গ্যালারি ‘গ্লোরিয়া আর্ট মিউজিয়াম’টি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাপানে বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারো আসোয় প্রশাসনের প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির উচ্চকক্ষের সংসদ সদস্য এইসুকে মোরি, উচ্চকক্ষের আইন প্রণেতা কেইচি কানোকো (এমসি), মোবারা সিটি মেয়র তোয়োহিকো তানাকা, আবিকো সিটি মেয়র জুনইচিরো হোসিনো, টোকিও মেট্রোপলিটান শিশু-কিশোর শিক্ষা সচিব সোমেয়া মিনোরু, শিনকিয়োকু কিয়োকাই এবং Foster-Parents Society’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের প্রথম সচিব (লেবার উইং) বেবী রানী কর্মকার এবং চিত্রকর্মী ও চিত্রকর্মপ্রেমী বিপুলসংখ্যক অতিথিবৃন্দ।

বিদেশের মাটিতে টাইগার পরিচয়ে বাংলাদেশ ক্রিকেট দল বার বার বাংলাদেশের মাথা অবনত করলেও জাপানে টাইগার ভুটান মাথা উঁচু করেই জানান দেন বাংলাদেশের আঁকিয়েদের পারদর্শিতার কথা। এই দিন পুরো আয়োজনে তিনি ছিলেন মধ্যমণি। তাকে ঘিরেই সব আয়োজন। জাপানে বাংলাদেশ গ্যালারি উদ্বোধন, বাংলাদেশের রাষ্ট্রদূতের আগমন, মধ্যাহ্ন ভোজের আয়োজন সবই বাংলাদেশি চিত্রশিল্পীদের প্রতিভার স্বাক্ষর। রাষ্ট্রদূত মহোদয়, জাপানের প্রাক্তন মন্ত্রী, বিভিন্ন সিটি মেয়র, আয়োজক সংগঠনের কর্তাব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশি চিত্রশিল্পীদের প্রতিভা, মেধা এবং দূরদর্শিতার চিত্র ফুটে ওঠে।

প্রাক্তন মন্ত্রী এইসুকে মোরি এমপি ভুটানের হাতে তার কাজের স্বীকৃতি সনদ তুলে দেন। গ্লোরিয়া আর্ট মিউজিয়ামের ডাইরেক্টর নিয়োগ সনদ তুলে দেন। International Artist, Foster-Parents Society’র উপদেষ্টা এবং গ্লোরিয়া আর্ট মিউজিয়ামের প্রেসিডেন্ট আকিহিতো কাতো, দোভাষী ছিলেন শিল্পী লিপু।

যার মহানুভবতায় জাপানে বাংলাদেশি চিত্রশিল্পীদের মূল্যায়ন তিনি হচ্ছেন মাসাও সেকিয়া। সেকিয়া জানান, ২০ বছরেরও আগে তার প্রতিষ্ঠানে কর্মরত ছিল কিছুসংখ্যক বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে মুনশীগঞ্জের তারেক এবং আনোয়ারের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। সখ্যের কারণ ছিল শ্রমিক হিসেবে বাংলাদেশিরা অত্যন্ত সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা। বিভিন্ন কারণে তারা বাংলাদেশে চলে যান। হাবিব, রাহমান, হাছান নামে আরো কিছুসংখ্যক শ্রমিকও একই কারণে বাংলাদেশে চলে গেলেও তারেকের সঙ্গে তার যোগাযোগ ছিল অটুট। সেই সুবাধে তিনি একাধিকবার বাংলাদেশে যান। পরিচিতি পান মুনশীগঞ্জ শিল্পকলা, ঢাকার চারুকলা, UODA’র সঙ্গে। মুনশীগঞ্জের শিল্পকলা একাডেমিতে তিনি খুদে আঁকিয়েদের চিত্রকর্ম দেখে মুগ্ধ হন। সেখানেই তিনি পরিচিত হন মুনশীগঞ্জের কে কে গভঃ ইনস্টিটিউশন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রাক্তন ছাত্র চিত্রশিল্পী এমডি ফজলুর রহমান ভুটানের সঙ্গে। তিনি শিশু-কিশোরদের, UODA এবং ভুটানের কিছু ছবি জাপান আনার ব্যবস্থা নেন এবং ইন্টারন্যাশনাল আর্টিস্ট, ফস্টার-পেরেন্টস সোসাইটির মাধ্যমে জাপানে প্রদর্শনের ব্যবস্থা নেন। ভুটানের আঁকা ছবি বেশ প্রশংসিত হয় জাপানে। বিপন্ন বা বিলুপ্তির পথে বাঘ নিয়ে কাজ করায় ভুটানকে তারা টাইগার ভুটান খেতাব দেন এবং ভুটানকে তাদের সংগঠনের একজন সম্মানিত সদস্য করে নেন। জনাব সেকিয়া সংগঠনের একজন উপদেষ্টা।

মহানুভবতার পরিচয় দিয়েছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাসুদ বিন মোমেন। তিনি ছুটে গেছেন চিবা সিটির মোবারা শহরে তিন ঘণ্টার জার্নি করে। সেখানেও ছিলেন প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো। যেটা বাংলাদেশ দূতাবাস টোকিওর ইতিহাসে একটি বিরল ঘটনা। একজন চিত্রশিল্পীকে সম্মান দেখাতে গিয়ে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে তিনি নিজেও সম্মানিত হয়েছেন। বাংলাদেশ গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত সস্ত্রীক এবং দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির (লেবার উইং) যোগদান জাপানে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আয়োজকদের উৎসাহ জুগিয়েছে এবং একজন চিত্রশিল্পী ভুটানের বুকের পাটা উন্নত হয়েছে।

বাংলাদেশ গ্যালারি নিয়ে সংবাদ সম্মেলনে জাপানের প্রথমসারির সব কয়টি পত্রিকা এবং স্থানীয় মিডিয়া কর্মীগণ অংশগ্রহণ করেন। ৬ অক্টোবর প্রথমসারির পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় যেটি একজন বাংলাদেশি হিসেবে ভুটানের জন্য বিরল সম্মান।

rahmanmoni@gmail.com

‘প্রকৃতিই আমার আঁকার বিষয় হয়ে দাঁড়ায়’
এফ রহমান ভুটান
মুনশীগঞ্জের ছেলে আমি। শিল্পী আব্দুল হাইয়ের এলাকা। শিল্প, সাহিত্য এবং ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের ইতিহাসে মুনশীগঞ্জ জেলা একটি বিশেষ স্থান দখল করে আছে। আঁকার অভ্যাসটা স্কুল জীবনেই ছিল। স্কুল জীবনে ক্লাসে বসে বসে ছবি আঁকতাম। ক্লাসে বসেই দেখতাম কড়ুই গাছে পাখির কিচিরমিচির, লাঙ্গল দিয়ে কৃষকের হাল চাষ করা কিংবা অকারণেই বেল বাজিয়ে তিন চাকার রিকশার ছুটে চলা। প্রকৃতির এই অপরূপ দৃশ্য আমাকে আকৃষ্ট করত। বিমোহিত হয়ে সময় পেলেই তা স্কুলে ব্যবহৃত খাতায় পেন্সিলের মাধ্যমে স্থান দিতাম।

স্কুল, কলেজ গণ্ডি পেরিয়ে একদিন পা রাখলাম চারুকলায়। দিনগুলো সেখানেও কাটল মধুরতম। তারপর শুরু হলো কর্মজীবন। কিন্তু ছবি আঁকার তীব্র বাসনা থেকে দূরে সরে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় এটা যেন পেশার সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাই তেমন পেশাকেই বেছে নেই। শিক্ষকতা পেশাকে বেছে নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়ার পাশাপাশি নিজেও চর্চা চালিয়ে যাই। প্রকৃতিই আমার আঁকার বিষয় হয়ে দাঁড়ায়।

বিশ্বে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ণয়ে ক্যাম্পেন শুরু হলে বাংলাদেশের সুন্দরবন পছন্দের প্রথমসারিতে স্থান পায়। সুন্দরবন হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের বিচরণভূমি। আর এই রয়েল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের শৌর্যবীর্যের প্রতীক। তাই আমি আমার রংতুলিতে রয়েল বেঙ্গলকে বিশেষ স্থান দেই। ছবির মাধ্যমে আমি সুন্দরবনের জন্য ক্যাম্পেন করি। বাঘের ছবির মাধ্যমে সুন্দরবনের জন্য ভোট চাই। বাঘকে কখনো হিংস্র, কখনো নিরীহ, কখনো বনের রাজা আবার কখনো বা স্নেহময়ী মা হিসেবে দেখিয়েছি। কখনো দেখিয়েছি অশ্বশক্তির মতো ব্যাঘ্র শক্তি।

ছবির মাধ্যমেই আমার পরিচয় হয় জাপানি এই গ্রুপটির সঙ্গে। তারা আমার ছবি পছন্দ করে এবং জাপানে প্রদর্শনীতে স্থান দেয়। আমি নির্বাচিত হই, পুরস্কৃত হই। আমাকে সংগঠনের সদস্য করে নেয়। গত বছর আমি দুটি পুরস্কারও পাই। তাই এই বছর তারা আমাকে আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশকে প্রদর্শনীতে থিম কান্ট্রি হিসেবে স্থান দেয়। যেটা আমাদের সৌভাগ্যের। এজন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ। এ ছাড়াও চিবা সিটির মোবারাতে একটি গ্যালারি উদ্বোধন করে যেখানে বাংলাদেশিদের আঁকা ছবি প্রদর্শন এবং বিক্রয় হবে। এটা অনেক বড় পাওয়া। আমি কৃতজ্ঞ জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতি। শিল্পী কামরুল হাসান লিপু এবং সাপ্তাহিক আমাকে যে সময় দিয়েছে তা কোনো দিনই ভোলার নয়। প্রবাসেও যে সাপ্তাহিক-এর এমন সেবা পাব ভাবতে পারিনি। Mr. Sekiya Masao, Sakamoto Takaichi, Hoshino Junichiro, Minoru Someya, Akihito Kato, Noriyoshi Okuno, Miss Toma সবার প্রতি আমি সমানভাবে কৃতজ্ঞ। বিশেষ করে Sekiya পরিবারের প্রতি।

সাপ্তাহিক

Leave a Reply