শ্রীনগরে এক আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
আরিফ হোসেন: শ্রীনগরে মিথ্যা মামলা সহ নানা ভাবে হয়রানীর প্রতিবাদে এক আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ডাক্তার রোডে দক্ষিন কেয়টখালী গ্রামের লোকজন এ বিক্ষোভ মিছিল বের করে।
কুরবানীর মাংসের বন্টন নিয়ে ঐ গ্রামের সোহেল নামের এক আইনজীবী ও গ্রামবাসীর বিরোধ দেখা দেয়। এঘটনায় সোহেল তার পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে দাবী করে গত ১২ নভেম্বর মুন্সীগঞ্জ আদালতে মসজিদ কমিটির চারজন সহ নয় জনকে আসামী করে মানহানীর মামলা দায়ের করেন।
এলাকাবাসী দাবী করেন সোহেলকে সমাজচ্যুত করা হয়নি, মসজিদ কমিটির সদস্য হয়ে সে নিয়ম ভঙ্গ করায় তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এঘটনাকে সে সমাজচ্যুতের ঘটনা হিসাবে সাজিয়ে হয়রানীর জন্য আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। আগামী সাত দিনের মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করা হবে। একের পর এক সমাজ বিরোধী ঘটনায় ঐ গ্রামের অনেকেই সোহেলের উপর ক্ষিপ্ত।
এব্যাপারে আইনজীবী সোহেল তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।
Leave a Reply