মুন্সীগঞ্জে মানবাধিকার সুরক্ষায় মতবিনিময়

মানবাধিকার সুরক্ষায় ও আইনগত সহায়তায় নানাবিধ পদক্ষেপ; চ্যালঞ্জ ও সম্ভবনা” বিষয়ক এক মতবিনিময় বুধবার বিকালে মুন্সীগঞ্জ জজ কোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহকারী জজ শেখ তারিক এজাজ, সরকারী কৌশুলী (জিপি) মো. লুৎফর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, জেল সুপার মো. আনোয়ারুল করিম, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি মো. সালাহ্‌উদ্দিন ঢালী, প্যানেল আইনজীবী মো. বজলুর রহমান, মো. হুমায়ুন কবির, কোর্ট ইন্সপেক্টর মো. কুদ্দুসুর রহমান ও ব্র্যাকের জেলা প্রতিনিধি তানবিরুল ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জ ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী আয়োজিত এই মতবিনিময়ে সঞ্চালনা করেন ফ্যাসিলিটেটর মো. মশিউর রহমান। এছাড়াও যুগ্ম জেলা জজ মো. আশরাফুল ইসলাম খানসহ জজশীপের বিচারকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সভায় আইন প্রার্থী অসহায় মানুষের আইনী সহায়তা ও মানবাধিকর সুনিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে আরও যত্নবান ছাড়াও জেলা খানায় হাজতী-কয়েদীদের মানবাধিকার লঙ্খিত না হওয়া এবং পেন্ডিং পরোয়ানা তামিলেল ওপর গুরাত্বারোপ করা হয়।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply