ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের ৩ আরোহী নিহত হয়েছেন। এতে চালকসহ অপর ৪ আরোহী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নরসিংদীর বাউল শিল্পী মিসেস ঝনু সরকার (২৫) তার দলের মো. শরীফ (২৬) ও বি. বাড়িয়ার বাঞ্ছারামপুরের তবলচী ইদন মিয়া (৩০)।
আহতরা হলেন- মো. নাসিম (২৫), লোকমান মিয়া (৩০), কাজিম সরকার (৩০), রাসেল মিয়া (১৮) ।
ভবেরচর পুলিশ ফাঁড়ি ইনচার্জ জয়নাল আবেদীন ও উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রাইভেটকারে করে গজারিয়া উপজেলার করিম খাঁ গ্রামের একটি গানের অনুষ্ঠান শেষে নরসিংদী ফিরছিলেন বাউল শিল্পী ঝনু সরকার ও তার দল।
এ সময় তারা গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
কুমিল্লাগামী কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply